News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২

বুদ্ধিজীবী দিবসে বুদ্ধিজীবীদের স্মরণে ছাত্র ফ্রন্টের শ্রদ্ধা


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | প্রেস বিজ্ঞপ্তি প্রকাশিত: ডিসেম্বর ১৪, ২০২৫, ০৮:৪৩ পিএম বুদ্ধিজীবী দিবসে বুদ্ধিজীবীদের স্মরণে ছাত্র ফ্রন্টের শ্রদ্ধা

১৪ ডিসেম্বর সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার উদ্যোগে শহিদ বুদ্ধিজীবীদের স্মরণে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহিদ মিনারে সকাল ১১ টায় পুষ্প স্তবক অর্পন করা হয় এবং পরে ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক নাসিমা আক্তার, বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট জেলা কমিটির সদস্য রোকন আহাম্মেদ, সরকারি তোলারাম কলেজের সংগঠক ইফতি আহাম্মেদ জিহাদ, সরকারি কদম রসুল শাখার নেতা আহাম্মেদ রবিন স্বপ্ন, উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ কলেজ শাখার সংগঠক লাগারথা লিথী , সাবরু আরাফাত লিয়ন, প্রভাতী আক্তার প্রমুখ।

নেতৃবৃন্দ বলেন, ১৪ ডিসেম্বর বাংলাদেশের জনগণের জন্য এক শোকাবহ ও গৌরবময় দিন। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের শেষ সময়ে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের এদেশীয় দোসর আলবদরদের পরিকল্পিত হত্যাযজ্ঞে শহীদ হন বাংলাদেশের বুদ্ধিজীবীরা। তারা একটি শোষণমূলক, গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক,  স্বাধীন রাষ্ট্র ও সমাজের স্বপ্ন দেখেছিলেন।  স্বাধীনতার ৫৪ বছরেও মুক্তিযুদ্ধের কেন্দ্রীয়ভূত চেতনা সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায়বিচার অধরাই থেকে গেছে। সাম্যের বিপরীতে গড়ে উঠেছে পাহাড়সম বৈষম। বিগত ক্ষমতাসীন বুর্জোয়া দলগুলো মুক্তিযুদ্ধের চেতনার বিপরীতে কাজ করেছে। মুখে মুক্তিযুদ্ধের কথা বললেও আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের মূল চেতনা থেকে সরে গিয়ে দেশ শাসন করেছে। মৌলবাদী রাজনীতি ফুলে ফেঁপে উঠার ক্ষেত্র তৈরি করে দিয়েছে। গত বছর জুলাই-আগস্টে ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর বর্তমান অন্তবর্তী সরকারের প্রায় দেড় বছর পওে এসেও ৭১ এর পরাজিত শক্তির আস্ফালনে সীমা ছাড়িয়েছে। মুক্তিযুদ্ধের আকাঙ্খার বিরুদ্ধে দাড়িয়ে  সংবিধান  ও রাষ্ট্রীয় মূলনীতি পরিবর্তন করা হচ্ছে। মুক্তিযুদ্ধের বিপরীতে ২৪ এর চেতনাকে মুখোমুখি দাঁড় করানো চেষ্টা হচ্ছে। কথিত তৌহিদী জনতার নামে নারীদের পোশাক নিয়ে মোরাল পুলিশিং, ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের উপর নিপীড়ন বেড়ে গেছে। ধর্মীয় অনুভুতিতে আঘাত, কথিত ধর্ম অবমাননার নামে ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু সম্প্রদায়ের শিক্ষকসহ নানা শ্রেণিপেশার মানুষ সাম্প্রদায়িক অপশক্তি দ্বারা আক্রান্ত হচ্ছে। মব সন্ত্রাসের আতঙ্ক বিরাজ করছে। কোনভাবেই একটি স্বাধীন দেশের জনগনের কাছে  এটি কাম্য নয়।

নেতৃবৃন্দ মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনা ও তার ধারাবাহিকতায় ২৪ এর চেতনায় বাংলাদেশ প্রতিষ্ঠার সংগ্রাম জোরদার করার আহ্বান জানান এবং বুদ্ধিজীবীদের হত্যাকারী, ৭১ এর গণহত্যা ও ২৪  এর গণহত্যার বিচার করার ও দাবি করেন।

Ad Placement 1
Ad Placement 2
Islam's Group