News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ১৬ জানুয়ারি, ২০২৬, ৩ মাঘ ১৪৩২

ঐতিহ্যবাহী মুসলিম একাডেমীর শীতবস্ত্র বিতরণ


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: জানুয়ারি ১৬, ২০২৬, ০৮:১৯ পিএম ঐতিহ্যবাহী মুসলিম একাডেমীর শীতবস্ত্র বিতরণ

নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী মুসলিম একাডেমীর উদ্যোগে অসহায় ও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শুক্রবার (১৬ জানুয়ারি) বেলা সাড়ে ১১ টায় শহরের মাসদাইর এলাকার মুসলিম একাডেমী প্রাঙ্গনে এই শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মুসলিম একাডেমীর প্রতিষ্ঠাতা সিনিয়র অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার বলেন, প্রতি বছরই অসহায় ও দুস্থদের মাঝে এই শীতবস্ত্র বিতরণ করে থাকি। আমাদের অন্যান্য কর্মসূচির পাশাপাশি এই কার্যক্রম চলমান থাকবে। এই মুসলিম একাডেমী সমাজের মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে।

তিনি আরও বলেন, স্বাধীনতার পর যখন বিভিন্ন জায়গা থেকে ইসলাম এবং মুসলিম কথা বাদ দিয়ে দিচ্ছিলো তখন এই মুসলিম একাডেমীর প্রতিষ্ঠা করা হয়েছিলো। এলাকাবাসীর কল্যাণে মুসলিম একাডেমীর অনেক অবদান আছে। সমাজের নানা অন্যায় কাজ প্রতিরোধের ক্ষেত্রে এই মুসলিম একাডেমীর ভূমিকা রয়েছে।

অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার বলেন, চলতি বছরেই আমরা একাডেমীর ৫০ বছর পূর্তি উদযাপন করবো। এই অনুষ্ঠানে যাদের অক্লান্ত পরিশ্রমে একাডেমী এই পর্যায়ে এসেছে তাদের শ্রদ্ধাভরে স্মরণ করা হবে। সেই সাথে সুস্থ সমাজ ও রাষ্ট্র বিনির্মাণে হযরত মুহাম্মদ (সা:) দর্শনের উপর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রদের নিকট রচনা আহ্বান করা হয়েছে। এই রচনায় প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের পুরস্কৃত করা হবে।

মুসলিম একাডেমীর সভাপতি মোহাম্মদ আলী ভূইয়ার সভাপতিত্বে ও নির্বাহী পরিচালক নূরুল ইসলাম খানের পরিচলনায় এসময় উপস্থিত ছিলেন উর্ধ্বতন সহ সভাপতি আবু সিদ্দিক ভূইয়া, সহ সভাপতি মোস্তফা কামাল, সহ সভাপতি মোহাম্মদ হোসেন শেখ, যুগ্ম নির্বাহী পরিচালক মাকছুদুল আলম খন্দকার খোরশেদ, সহ নির্বাহী পরিচালক খসরু নোমান, পরিচালক (অর্থ) শাহাবুদ্দিন আহমেদ খন্দকার, পরিচালক (দপ্তর ও প্রচার) মো. আব্দুল হালিম, পরিচালক শিক্ষা ও সংস্কৃতি) শাহ আলম ভূইয়া, পরিচালক (ক্রীড়া) মো. রবিউল আলম খান, পরিচালক (পাঠাগার) নাজমুল কবির, পরিচালক (সমাজ কল্যাণ) মো. মনির হোসেন খান, পরিচালক (ধর্ম) ডা. মো. নুরুল হক, পরিচালক শাহজাহান আহমেদ প্রধান, গোলজার হোসেন, আবুল কালাম আজাদ, জাহাঙ্গীর আলম, ইয়াসির সুলতান, আজীবন সদস্য আবদুল হক মুন্সী, সানোয়ার হোসেন শিকদার ও এস এম শাহীন প্রমুখ।

Islam's Group