আস্থা সামাজিক ও সেবামূলক সংগঠনের উদ্যোগে সমাজের সুবিধাবঞ্চিত ও দরিদ্র পরিবারের ৬০০ শতাধিক শিশুর মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। শিশুদের শিক্ষায় উৎসাহিত করা এবং দারিদ্রের কারণে যেন কোনো শিক্ষার্থী ঝরে না পড়ে এই মহৎ লক্ষ্যকে সামনে রেখে এই কর্মসূচির আয়োজন করা হয়।
বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) বিকালে শহরের টানবাজার এলাকায় পদ্মা সিটি মার্কেটে আয়োজিত শিক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে আস্থা সামাজিক সংগঠনের প্রতিষ্ঠা সভাপতি মাজহারুল ইসলাম জলির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা মোঃ আজহার হোসেন এবং প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা কেএম মাজহারুল ইসলাম জোসেফ।
সেই সাথে অনুষ্ঠানে আস্থা সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি, অভিভাবক ও স্বেচ্ছাসেবকরা উপস্থিত ছিলেন। শিক্ষা সামগ্রী পেয়ে শিশুদের চোখে-মুখে দেখা যায় আনন্দ ও উচ্ছ্বাস। অভিভাবকরাও এমন উদ্যোগে সন্তোষ প্রকাশ করে আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানান।
প্রধান অতিথির বক্তব্যে আজহার হেসেন বলেন, একটি শিক্ষিত প্রজন্মই পারে দেশকে এগিয়ে নিতে। আজকের শিশুরাই আগামী দিনের নেতৃত্ব দেবে। তাই রাষ্ট্র, সমাজ ও বিত্তবানদের উচিত শিশুদের শিক্ষা নিশ্চিতে একযোগে কাজ করা।
প্রধান বক্তা জোসেফ বলেন, মানবিক কাজের মধ্য দিয়েই একটি সুন্দর ও সমতাভিত্তিক সমাজ গড়ে তোলা সম্ভব। আস্থা সামাজিক সংগঠনের এই উদ্যোগ প্রশংসার দাবি রাখে এবং এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকলে সমাজ থেকে শিক্ষা বৈষম্য অনেকটাই কমে আসবে।
সংগঠনের সভাপতি জলি বলেন, দারিদ্রতা কোনো শিশুর শিক্ষা অর্জনের পথে বাধা হতে পারে না। এই বিশ্বাস থেকেই আমাদের এই প্রয়াস। শিশুদের মুখের হাসিই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি। ভবিষ্যতেও আস্থা সামাজিক সংগঠন শিক্ষা, স্বাস্থ্য ও মানবিক সহায়তা কার্যক্রম আরও বিস্তৃত পরিসরে পরিচালনা করবে।








































আপনার মতামত লিখুন :