News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬, ১৬ মাঘ ১৪৩২

বন্দরে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৫


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | বন্দর প্রতিনিধি প্রকাশিত: জানুয়ারি ২৯, ২০২৬, ০৯:০৮ পিএম বন্দরে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৫

বন্দরে পৃথক মারামারি মামলার ৩ এজাহারভূক্ত আসামীসহ বিভিন্ন অপরাধে ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ধৃতরা হলো বন্দর উপজেলার দেওয়ানবাগ কলাবাগ এলাকার আব্দুল খালেক মিয়ার ছেলে বন্দর থানার দায়েরকৃত মারামারি মামলার এজাহারভুক্ত আসামী আবু দায়েন একই থানার মদনগঞ্জ শান্তিনগর এলাকার মৃত আলমাস মিয়ার ছেলে বন্দর থানার মারামারি মামলার এজাহারভুক্ত আসামী মোঃ হোসেন (৪০), পুরান বন্দর চৌধুরীবাড়ী এলাকার দ্বীন ইসলাম মিয়ার ছেলে বন্দর থানার মারামারি মামলার এজাহারভুক্ত আসামী জিসান (২৫), একই থানার  দেওয়ানবাগ এলাকার কাজী নাসির মিয়ার ছেলে ওয়ারেন্টভুক্ত আসামী কাজী পারভেজ ও একরামপুর  এলাকার জালাল মিয়ার ছেলে ওয়ারেন্টভুক্ত আসামী আরাফাত (২৬)।

ধৃতদের বৃহস্পতিবার (২৯ জানুয়ারী) দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে। এর আগে গত বুধবার (২৮ জানুয়ারী) রাতে বন্দর থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করা হয়।