News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬, ১৬ মাঘ ১৪৩২

নারায়ণগঞ্জের ৫টি আসন তারেক রহমানকে উপহার দিব : এটিএম কামাল


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টা প্রকাশিত: জানুয়ারি ২৯, ২০২৬, ০৮:২১ পিএম নারায়ণগঞ্জের ৫টি আসন তারেক রহমানকে উপহার দিব : এটিএম কামাল

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এটিএম কামাল বলেছেন, আবুল জাফর আহম্মেদ বাবুল সহ আজকে সকলেই ঐক্যবদ্ধ হয়েছি। দীর্ঘ দিন যাবৎ এখানে বাবুলের নেতৃত্বে দিয়ে আসছেন। এই এলাকাটি বিএনপির ঘাটিঁ, অনেক ভাই রাজপথে শহীদ হয়েছেন রক্ত দিয়েছেন। শহীদ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সুযোগ্য সন্তান তারেক রহমানের একটি প্রত্যাশা-নারায়ণগঞ্জের পাচঁটি আসনে প্রার্থীদের জয়ী করা। সকলকে ঐক্যবদ্ধ হয়ে এখানে বাবুল সহ সকলকে নিয়ে তরুণ নেতৃত্বে গণতন্ত্র উদ্ধার করা হবে, ইনশাআল্লাহ।

২৯ জানুয়ারি বৃহস্পতিবার বিকালে শহরের মিশনপাড়ায় আবুল কালামের প্রধান নির্বাচনী ক্যাম্পের সামনে বাবুল এসব কথা বলেন।