জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মনোনীত ও ১১ দলীয় জোট সমর্থিত প্রার্থী আব্দুল্লাহ আল আমিনের নির্বাচনী ব্যানার রাতের আধারে ছিড়ে ফেলা হচ্ছে।
বৃহস্পতিবার সকালে কুতুবপুর ইউনিয়নের বেশ কিছু এলাকায় সাটানো ব্যানার ছিড়ে পড়ে থাকতে দেখা যায়। ধারণা করা হচ্ছে রাতের আধারে এসব ব্যানার ছিড়ে ফেলেছে দুর্বৃত্তরা। এছাড়া শাপলা কলির ব্যানার ঢেকে উপর দিয়ে ব্যানার সাটিয়েছেন বিএনপি জোট প্রার্থী মনির কাসেমী।
জাতীয় যুবশক্তির জেলা কমিটির মুখ্য সংগঠক রাইসুল ইসলাম বলেন, নারায়ণগঞ্জ ৪ আসনের প্রার্থী আব্দুল্লাহ আল আমিন ভাই প্রতিনিয়ত প্রচার প্রচারণা ও গণসংযোগ করছেন। নির্বাচনী এলাকায় নির্দিষ্ট সংখ্যক ব্যানার টানানো হচ্ছে। বৃহস্পতিবার সকালে কুতুবপুরের বেশ কিছু স্থানে শাপলা কলির ব্যানার ছিঁড়ে ফেলা হয়েছে।
এছাড়া শাপলা কলির ব্যানার ঢেকে দেয়া হয়েছে খেজুর গাছ প্রতীকের ব্যানার৷ আমরা এই আচরণের নিন্দা জানাই। শাপলা কলির জনপ্রিয়তায় ভীত হয়ে প্রতিনিয়ত টার্গেট করে ব্যানার ছিঁড়ে ফেলছে দুর্বৃত্তরা।
এই বিষয়ে এনসিপির প্রার্থী আব্দুল্লাহ আল আমিন বলেন, আমাদের নেতাকর্মী, সংগঠক, নারী সংগঠকদের হুমকি ধামকি দেয়া হচ্ছে প্রতিনিয়ত। তারই অংশ হিসেবে ব্যানার ক্ষতিগ্রস্ত করা হচ্ছে। এভাবে শাপলা কলির জনপ্রিয়তা হ্রাস করা যাবে না। জনজোয়ার ঠেকানো যাবে না। ভোটাররা ব্যালটে সমুচিত জবাব দিবে।


































আপনার মতামত লিখুন :