News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬, ১৬ মাঘ ১৪৩২

কাসেমী, শাহআলম ও খোকাকে জরিমানা


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: জানুয়ারি ২৯, ২০২৬, ০৮:৫২ পিএম কাসেমী, শাহআলম ও খোকাকে জরিমানা

নারায়ণগঞ্জ সদর উপজেলার নন্দলালপুর ও কায়েমপুর এলাকায় ২৯ জানুয়ারী জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থী আচরণ বিধিমালা ২০২৫ অনুযায়ী মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়।

অভিযান পরিচালনাকালে  অটোরিকশায় পোস্টার/লিফলেট/স্টিকার সাঁটানোয় আচরণ বিধিমালা ৭(গ) লঙ্ঘন করার অপরাধে স্বতন্ত্র প্রার্থী শাহ আলম (হরিণ মার্কা) এর প্রতিনিধিকে ২০০০ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

একই অপরাধে জমিয়তে উলামে ইসলাম এর প্রার্থী মনির হোসাইন কাসেমী (খেজুর গাছ প্রতীক) এর প্রতিনিধিকে ২ টাকা ও জাতীয় পার্টির প্রার্থী মো. ছালাউদ্দিন খোকা মোল্লা ( লাঙ্গল প্রতীক) এর প্রতিনিধিকে ২ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়