নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপি প্রার্থী ও সাবেক তিনবারের এমপি আবুল কালামের পক্ষে শহরে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন বিএনপি নেতা-কর্মীরা। ২৯ জানুয়ারি বৃহস্পতিবার বিকালে আবুল কালামের প্রধান নির্বাচনী ক্যাম্পের সামনে ১২নং ওয়ার্ড বিএনপি সভাপতি বরকত উল্লাহ’র সভাপতিত্বে গণসংযোগে উপস্থিত ছিলেন বিএনপি নেতা ও শিল্পপতি আবু জাফর আহম্মেদ বাবুল, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এটিএম কামাল সহ নেতৃবৃন্দরা।
মিশনপাড়া থেকে শুরু করে চাষাঢ়া, উত্তর চাষাঢ়া, ডনচেম্বার হয়ে খানপুর হয়ে আমলাপাড়া মোড়ে গণসংযোগে ভোটারদের মাঝে লিফলেট বিতরণ করেন তারা।
আবু জাফর আহম্মেদ বাবুল বলেছেন,আমার বন্ধু এটিএম কামাল নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক। বিদেশে থাকায় তিনি মাঠে না থাকলেও এসে কাজ অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন ধানের শীষের জন্য। প্রতিদিন ধানের শীষের জন্য প্রচারণা করা হচ্ছে। এই মিশনপাড়া এই কার্যালয়টি আবুল কালাম সাহেবে প্রধান নির্বাচনী কার্যালয়। আমরা প্রতিদিন প্রত্যেকটি ঘরে ঘরে কাজ করে যাচ্ছি। আপনারা এখানে যারা উপস্থিত ছিলেন, তারা নিজেদের মত ঘরে ঘরে যাবার আগে মিছিল মিটিং করা হচ্ছে। এগুলো নিয়ে আমরা প্রচার করি না বিধায় সংবাদ প্রকাশ পায়নি। আবুল কালামের সাথে আমরা প্রথম থেকে ছিলাম, এখনো আছি, ১২ ফেব্রুয়ারিতে ধানের শীষকে জয়ী করে পাশে থাকবো। ভোটের দিন সব ধানের শীষ ভোটকে একত্রি করে আবুল কালাম জয়যুক্ত করবো, ইনশাআল্লাহ। আমাদের নেতা তারেক রহমান নিদের্শ দিয়েছেন, তাহাজ্জুদের নামাজ শেষে ভোট কেন্দ্রে যেতে বলেছেন। এটা কারণ হলো বাংলাদেশে একটি ষড়যন্ত্র আসছে। সেই জন্য আমরা কেউ ঝগড়া বিবাদ মুক্ত হয়ে ধানের শীষের প্রার্থীদের জয়ী করবে। আমাদের প্রথম এই কথা শেষ কথা। আবুল কালাম সহ বিএনপির আরো চারটি আসনে প্রার্থীদের জয়ী করার আহবান জানাতে হবে ভোটারদের। একথা বলি, আগামী ১২ ফেব্রুয়ারি নারায়ণগঞ্জের পাচঁটি আসনেই বিএনপি প্রার্থীদের জয়ী করে ঘরে ফেরবো।
এটিএম কামাল বলেন, আবুল জাফর আহম্মেদ বাবুল সহ আজকে সকলেই ঐক্যবদ্ধ হয়েছি। দীর্ঘ দিন যাবৎ এখানে বাবুলের নেতৃত্বে দিয়ে আসছেন। এই এলাকাটি বিএনপির ঘাটিঁ, অনেক ভাই রাজপথে শহীদ হয়েছেন রক্ত দিয়েছেন। শহীদ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সুযোগ্য সন্তান তারেক রহমানের একটি প্রত্যাশা-নারায়ণগঞ্জের পাচঁটি আসনে প্রার্থীদের জয়ী করা। সকলকে ঐক্যবদ্ধ হয়ে এখানে বাবুল সহ সকলকে নিয়ে তরুণ নেতৃত্বে গণতন্ত্র উদ্ধার করা হবে, ইনশাআল্লাহ।


































আপনার মতামত লিখুন :