News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬, ১৬ মাঘ ১৪৩২

নাসিক ১৩ নং ওয়ার্ডে দেওয়াল ঘড়ি মার্কার প্রার্থী গণসংযোগ


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: জানুয়ারি ২৯, ২০২৬, ০৯:০১ পিএম নাসিক ১৩ নং ওয়ার্ডে দেওয়াল ঘড়ি মার্কার প্রার্থী  গণসংযোগ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের নারায়ণগঞ্জ-৫ আসনে খেলাফত মজলিস মনোনীত এবং জামায়াত-এনসিপি সহ ১০ দল সমর্থিত দেওয়াল ঘড়ি মার্কার প্রার্থী এবিএম সিরাজুল মামুন নাসিক ১১ নং ওয়ার্ডে গণসংযোগ ও প্রচারণা চালিয়েছেন।

২৯ জানুয়ারি বৃহস্পতিবার বিকালে আদর্শ স্কুলের সামনে থেকে শুরু করে মাসদাইর বাজার, বোয়ালিয়াখাল, গলাচিপা রেললাইন, প্রেসক্লাব এলাকা, পুরাতন কোর্ট হয়ে কালিরবাজার চারারগুপ পর্যন্ত গণসংযোগ ও প্রচারণা চালানো হয়েছে।

সিরাজুল মামুনের সাথে নেতৃবৃন্দের মাঝে উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের মহানগর সহ-সাধারণ সম্পাদক মুফতী শেখ শাব্বীর আহমাদ, সদর থানা সাধারণ সম্পাদক খন্দকার হাফেজ আওলাদ, জামায়াতে ইসলামীর নারায়ণগঞ্জ পূর্ব থানা শাখার কর্মপরিষদ সদস্য ও সমাজকল্যাণ বিভাগের সেক্রেটারি হাফেজ বেলাল হোসেন, পূর্ব থানা কর্মপরিষদ সদস্য ও শ্রমিক কল্যাণ বিভাগের সেক্রেটারি শহিদুল ইসলাম, ইসলামী যুব মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক প্রভাষক মাইদুল ইসলাম, ইসলামী ছাত্র মজলিসের মহানগর সভাপতি মুহাম্মদ শাহনেওয়াজ, জেলা সেক্রেটারি কামরুল হাসান মিরাজ সহ ১০ দলের ১৩ নং ওয়ার্ডের নেতৃবৃন্দ।