News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬, ১৬ মাঘ ১৪৩২

হাতপাখার প্রচারণায় মহিলা ভোটারদের অংশগ্রহণে উঠান বৈঠক


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | প্রেস বিজ্ঞপ্তি প্রকাশিত: জানুয়ারি ২৯, ২০২৬, ০৯:০৩ পিএম হাতপাখার প্রচারণায় মহিলা ভোটারদের অংশগ্রহণে উঠান বৈঠক

ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী গোলাম মসিহর নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে ৬নং ওয়ার্ড নির্বাচন পরিচালনা কমিটি মহিলা ইউনিটের তত্ত্বাবধানে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। উক্ত বৈঠকে প্রায় তিন শতাধিক নারী ভোটার স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত হয়।

বৃহস্পতিবার বিকাল ৩টায় নতুন বাজার তৈয়ব ম্যানশনের ৩য় তলায় ঘরোয়া পরিবেশে মহিলাদের উঠান বৈঠকে উপস্থিত ছিলেন বেগম হুমায়ুন, বেগম বিলাল খান, বেগম হাফেজ বেলাল, বেগম সাব্বির সহ স্থানীয় মহিলা ভোটারগণ।

প্রধান অতিথি মুয়াল্লিমা ফারিয়া বেগম বলেন, ুএকটি আদর্শ ও শান্তিপূর্ণ সমাজ গঠনে নারীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইসলামভিত্তিক ন্যায় ও ইনসাফপূর্ণ রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা হলে নারী ও পরিবার সর্বাধিক নিরাপদ থাকবে।

কর্মজীবী নারীদের ন্যায্য অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা, মাতৃত্বকালীন সুরক্ষা, পারিবারিক সহিংসতা রোধ এবং নারী ও শিশু নির্যাতন বন্ধে কার্যকর আইন বাস্তবায়নে ইসলামী অনুশাসনের বিকল্প নেই।

তিনি আরও বলেন, নারীদের সম্মান, নিরাপত্তা ও অধিকার রক্ষায় কার্যকর আইন প্রণয়ন এবং সমাজ থেকে অশ্লীলতা, মাদক ও পারিবারিক সহিংসতা দূর করতে তিনি সংসদে সোচ্চার ভূমিকা রাখবেন ইনশাআল্লাহ।

উঠান বৈঠকে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহিলা ইউনিটের নেতৃবৃন্দ প্রার্থীর পক্ষে নারী ভোটারদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এবং আসন্ন নির্বাচনে গোলাম মসিহকে ভোট দিয়ে বিজয়ী করার প্রত্যয় ব্যক্ত করেন।