News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২

সোনারগাঁয়ে এক মাসেও খোঁজ মেলেনি স্কুলছাত্র বিজয়ের


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: নভেম্বর ১৬, ২০২৫, ০৫:২৩ পিএম সোনারগাঁয়ে এক মাসেও খোঁজ মেলেনি স্কুলছাত্র বিজয়ের

নারায়ণগঞ্জের সোনারগাঁ থেকে নিখোঁজ হওয়ার এক মাস পার হলেও মেলেনি স্কুলছাত্র বিজয় ইসলাম (১০) এর কোনো খোঁজ। সন্তানকে হারিয়ে দিশেহারা পরিবার। এখনও আশায় দিন গুনছে।

স্থানীয়ভাবে অনেক খোঁজাখুঁজি, মাইকিং ও লিফলেট বিতরণ করা হলেও বিজয়ের সন্ধান মেলেনি।

১৮ অক্টোবর বিকেলে সোনারগাঁ উপজেলার কাঁচপুর ইউনিয়নের চেঙ্গাইল রোড এলাকার বাড়ির পাশে খেলতে গিয়ে নিখোঁজ হয় বিজয়। নিখোঁজের সময় তার পরনে ছিল নেভী-সাদা রঙের ডোরা গোল-গলা গেঞ্জি ও থ্রি-কোয়াটার প্যান্ট। বিজয় সোনারগাঁয়ের কাঁচপুরে অবস্থিত মোশারফ হোসেন স্কুল এন্ড কলেজের চতুর্থ শ্রেণীর ছাত্র।

বিজয়ের বাবা আশরাফুল ইসলাম বাবু স্থানীয়ভাবে সেলসম্যান হিসেবে কাজ করেন,মা এসতেমা আক্তার চম্পা গৃহিনী। তাদের গ্রামের বাড়ি কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের তেকালা গ্রামে। পরিবারটি সোনারগাঁয়ের কাঁচপুর এলাকায় জিলানী মিয়ার বাড়িতে ভাড়া থাকেন। এই ঘটনায় সোনারগাঁয় থানার জিডি নম্বর-৮৬৫। তারিখ ১৯ অক্টোবর।

বিজয়ের বাবা আশরাফুল ইসলাম বলেন, গত ১৮ অক্টোবর বিকেলে ছেলেটা বের হয়ে চেঙ্গাইল ফ্যান কারখানার সামনে বালুর মাঠে খেলতে যায়। এরপর আর বাসায় ফেরেনি। অনেক খোঁজাখুঁজি করেছি, কিন্তু সন্ধান পাইনি। তিনি বলেন, পরদিন ১৯ অক্টোবর সোনারগাঁ থানায় সাধারণ ডায়েরী(জিডি) করা হলেও এখনো কোনো অগ্রগতি নেই।

সন্তানকে হারিয়ে কাঁদছেন মা এসতেমা আক্তার চম্পা। তিনি বলেন, আমার মানিক কোথায় আছে জানি না। এক মাস হয়ে গেল, তবুও ছেলেকে খুঁজে পেলাম না। দ্রুত ছেলেকে ফিরে পেতে প্রশাসনের সহযোগিতা চান তিনি।

পরিবারের পক্ষ থেকে যে কেউ বিজয়ের সন্ধান পেলে বাবা আশরাফুল ইসলামের মুঠোফোন নম্বর-০১৭৬৬১৩৪৪৩৭, ০১৮৩৩৯৭৯৭৯৫, যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

এ বিষয়ে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী জানান, নিখোঁজ স্কুলের পরিবার থানায় জিডি করেছে। তার সন্ধানে সব থানাগুলোতে বেতার বার্তা পাঠানো হয়েছে।

Islam's Group