নারায়ণগঞ্জে তিনটি আসনে একযোগে মোটর শোডাউন চালিয়ে আলোচনায় এসেছে জামায়াতে ইসলামী বাংলাদেশ। একই বহর নিয়ে তিন প্রার্থীর হয়ে শোডাউন চালিয়েছে দলটির নেতাকর্মীরা। প্রায় ২ হাজার ৬ শতের বেশি মোটর সাইকেল নিয়ে এই শোডাউন করেন তারা।
শুক্রবার নারায়ণগঞ্জ ৩ আসনের জামায়াতের প্রার্থী অধ্যাপক ইকবাল হোসাইন ভুঁইয়া, নারায়ণগঞ্জ ৪ আসনের প্রার্থী মাওলানা আবদুল জব্বার এবং নারায়ণগঞ্জ ৫ আসনের প্রার্থী মাওলানা মাইনুদ্দিন আহমেদ শোডাউন করেন।
সকালে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কাচপুর থেকে ছাদখোলা একটি প্রাডো গাড়িতে শোডাউন শুরু করেন নারায়ণগঞ্জ ৪ আসনের প্রার্থী ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও মহানগর জামায়াতের আমীর আবদুল জব্বার। তার বহরটি কাচপুর, চিটাগাং রোড, সাইনবোর্ড, ভুইগড়, স্টেডিয়াম, শিবু মার্কেট, কাঠেরপুল, ফতুল্লা বাজার, পঞ্চবটি হয়ে শহরের চাষাঢ়ায় এসে সমাপ্ত হয়।
এরপর সেই বহরে শোডাউন শুরু করেন নারায়ণগঞ্জ ৫ আসনের প্রার্থী ও জামায়াতের কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য মাইনুদ্দিন আহমেদ। তার বহরটি শহরের খানপুর, মিশনপাড়া, বিবি রোড, নিতাইগঞ্জ, গোগনগর, শীতলক্ষ্যা ৩য় সেতু, বন্দরের সোনাকান্দা, ত্রিবেনী পোল, নবীগঞ্জ রেললাইন, মিনাবাড়ি হয়ে লাঙ্গলবন্দে গিয়ে সমাপ্ত হয়।
এরপর সেই বহরে শোডাউন শুরু করেন নারায়ণগঞ্জ ৩ আসনের প্রার্থী ইকবাল হোসাইন ভুঁইয়া। তিনি ঢাকা চট্টগ্রাম মহাসড়কের লাঙ্গলবন্দ, মোগরাপাড়া, মদনপুর, কাচপুর, শিমরাইল মোড়, আদমজী, পাঠানটুলি এসে সমাপ্ত হয়।
জামায়াত মহানগর শাখার প্রচার সম্পাদক হাফেজ মোমিন বলেন, ‘আমাদের ২৬ শত মোটরসাইকেল ও ১৫ টির মত গাড়ি ছিলো বহরে। নেতাকর্মীদের নিজস্ব গাড়ি নিয়ে এই শোডাউন দেয়া হয়েছে। প্রত্যেকেই নিজ খরচে এসেছেন। এর বাইরে গেঞ্জি, মাইক, পিকআপ, ব্যানার বাবদ সামান্য কিছু খরচ হয়েছে। সেগুলো এখনও হিসেব সম্পন্ন করা হয়নি। আমরা সুশৃঙ্খল ভাবে শোডাউন করেছি। কোন বিশৃঙ্খলা দেখা যায়নি। এমনকি কোথাও যানজটও হয়নি আমাদের শোডাউনের কারনে।
ছাদখোলা গাড়ি থেকে বক্তব্যে নারায়ণগঞ্জ ৪ আসনের প্রার্থী মাওলানা আবদুল জব্বার বলেন, ‘শেখ হাসিনা দেশে হত্যা, খুন ও নৈরাজ্যের মাধ্যমে পরিচালনা করেছিল। আগামীর বাংলাদেশে কোন সন্ত্রাসীদের স্থান হবে না। আগামীর দেশ হবে শান্তিপূর্ণ ও মানুষের অধিকার পূরনের একটি সম্মৃদ্ধ দেশ। সেই দেশে যারা সন্ত্রাসী ও মানুষের অধিকার নিয়ে ছিনিমিনি করবে তাদেরকে এই দেশে থেকে বিতাড়িত করা হবে।
তিনি আরও বলেন, সুষ্ঠু একটি নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করে বাংলাদেশ বিনির্মান করতে হবে। সন্ত্রাস, চাঁদাবাজি ও হানাহানি বাদ দিয়ে সকলে মিলে নতুন বাংলাদেশ গড়ে তুলব।








































আপনার মতামত লিখুন :