News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২

বন্দর থানা বিএনপি বিভক্ত


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: নভেম্বর ১৬, ২০২৫, ১০:১২ পিএম বন্দর থানা বিএনপি বিভক্ত

নারায়ণগঞ্জ-৫ আসনে মনোনয়ন যুদ্ধে এবার বন্দর থানা বিএনপি দুই গ্রুপ রূপ নিয়েছে। বিএনপি মনোনীত প্রার্থী মাসুদুজ্জামান মাসুদের পাশে দেখা মিলেছে বন্দর থানা বিএনপি সভাপতি শাহেনশাহ আহম্মেদকে অন্যদিকে বঞ্চিত পাচঁ প্রার্থী সংবাদ সম্মেলনে দেখা গেছে বন্দর থানা বিএনপি সাধারণ সম্পাদক নাজমুল হক রানাকে। চূড়ান্ত মনোনীত না পর্যন্ত বন্দর থানা বিএনপি আংশিক কমিটির দুই নেতা দুই দিকে থাকছেন বলে জানা গেছে।

নারায়ণগঞ্জ মহানগর বিএনপি সাখাওয়াত হোসেন খান ও সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপুর বিরুদ্ধে অবস্থান নিয়ে বন্দর থানা বিএনপি তৎকালীন সদস্য সচিব নাজমুল হক রানাকে সহযোগিতায় ভোট যুদ্ধে বন্দর থানা সভাপতি নির্বাচিত হন শাহেনশাহ আহম্মেদ।

২০২২ সালের নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনের আগের জাতীয় পার্টির এমপি সেলিম ওসমান ও বন্দর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুর রশিদের হাত ধরে আওয়ামীলীগ যোগ দেন এক সময়ে ছাত্রদল নেতা শাহেনশাহ আহম্মেদ। ওই সময়ে তিনি নাসিক ২০নং ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচনে প্রার্থী হওয়া নিয়ে তোড়জোড় ছিলো এই যোগদানটি। পরবর্তিতে নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন ছাত্রদলের সাবেক নেতা শাহেনশাহ আহম্মেদের যোগদানটি গ্রহণে অস্বীকার করলে স্থগিত হয়ে পড়েন।

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২০২২ সালের নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী আশীর্বাদে শাহেনশাহ আহম্মেদ ২০নং ওয়ার্ডে কাউন্সিলর নির্বাচন করে জয়ী হন বলে গুঞ্জন রয়েছে। পরবর্তিতে সাখাওয়াত হোসেন খান ও টিপুর নেতৃত্বে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি অধিনে বন্দর থানা বিএনপি আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক হন শাহেনশাহ আহম্মেদ। ওই সময়ে তুমুল সমালোচিত হলেও পরে নাজমুল হক রানা সুবাধে নিশ্চুপ থাকে মহানগরের নেতারা।

বন্দর থানা বিএনপি সম্মেলন চলাকালে শাহেনশাহ আহম্মেদকে আওয়ামী লীগ ঘেঁষা নেতা হিসেবে তুমুল সমালোচনা করেন মহানগর বিএনপি সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু। একই সুরে আহবায়ক সাখাওয়াত হোসেন খান বক্তব্যে দিয়েও শাহেনশাহ আহম্মেদকে সম্মেলনে সভাপতি প্রার্থী থেকে সরাতে পারেনি।

ফলে শাহেনশাহ ও রানা সু-কৌশলে ভোট যুদ্ধে বন্দর থানা বিএনপি আংশিক কমিটির দায়িত্ব গ্রহণ করে এখনো বহাল রয়েছে।

২০২৪ সালে মাঝ মাসে বিএনপি নেতৃত্বে চারদলীয় জোট সরকার আমলে একটি হত্যা মামলা সাজাপ্রাপ্ত হয়ে কারাগারে যান নাজমুল হক রানা। দীর্ঘ মাস কারাবন্দি থাকা অবস্থায় বন্দর থানা বিএনপি কমিটি একা হাল ধরেন শাহেনশাহ আহম্মেদ।

৫ আগষ্ট পর থেকে বন্দর থানা বিএনপি নিয়ন্ত্রিত শাহেনশাহ আহম্মেদ অধিন ক্ষমতাধর হয়ে যান। অন্যদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে মহানগর বিএনপি আহবায়ক কমিটির অধিনে ছিলেন শাহেনশাহ আহম্মেদ ও নাজমুল হক রানা। চলতি নভেম্বর মাসেই নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মাসুদুজ্জামান মাসুদের পাশে দেখা মিলে বন্দর থানা বিএনপি সাধারণ সম্পাদক নাজমুল হক রানাকে। কিন্তু ১৫ নভেম্বর হঠাৎ মনোনয়ন বঞ্চিত পাচঁ প্রার্থী যৌথ সংবাদ সম্মেলনে নাজমুল হক রানাকে দেখা গেছে। এর পরদিন ১৬ নভেম্বর বিকালে নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মাসুদুজ্জামান মাসুদের সাথে দেখা মিলেছে বন্দর থানা বিএনপি সভাপতি শাহেনশাহ আহম্মেদ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে বন্দর থানা বিএনপি এখন দুভাগে বিভক্ত।

Islam's Group