News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২

নারায়ণগঞ্জে এসে ধারণার সাথে বাস্তবতার উল্টোটা দেখেছি : ডিসি


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: নভেম্বর ১৬, ২০২৫, ০৮:৫১ পিএম নারায়ণগঞ্জে এসে ধারণার সাথে বাস্তবতার উল্টোটা দেখেছি : ডিসি

নারায়ণগঞ্জের বিদায়ী জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, নারায়ণগঞ্জে আসার আগে পত্র-পত্রিকায় নিউজ দেখে নারায়ণগঞ্জ নিয়ে এক রকম ধারণা ছিল। যখন এখানে পোস্টিং হলো তখন ভেবেছি এমন একটি জেলায় কিভাবে কাজ করবো। কিন্তু আমি নারায়ণগঞ্জে এসে ধারণার সাথে বাস্তবতার সম্পূর্ন উল্টোটা দেখেছি। আমি যখন যে কাজে হাত দিয়েছি আপনাদের সকলের সহযোগিতা পেয়েছি। আমার চাকরি জীবন ২০ বছর পাড় হয়ে গেছে। দেশের বিভিন্ন জেলায় কাজ করেছি। সেই অভিজ্ঞতার আলোকে যে দুই একটি স্টেশন মনের মনিকোঠায় থাকবে তার মধ্যে নারায়ণগঞ্জ অন্যতম হয়েই থাকবে। এখানকার রাজনৈতিক ব্যক্তিরা, ব্যবসায়ী নেতৃবৃন্দরা, মিডিয়া আমাকে যে ভাবে সাপোর্ট করেছে একজন সরকারি চাকরিজীবী হিসেবে এটা পাওয়া খুব সৌভাগ্যের ব্যাপার।

রোববার ১৬ নভেম্বর বিকেল ৩টায় নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এবং বিকেএমইএ এর নেতৃত্বে বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে বিদায় সংবর্ধনা জানানোর পূর্বে ব্যবসায়ী নেতৃবৃন্দদের সালে আলাপকালে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি গ্রিন এন্ড ক্লিন নারায়ণগঞ্জ কর্মসূচির আওতায় নারায়ণগঞ্জে রোপন করা গাছের দায়িত্ব এবং নারায়ণগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ এর সৌন্দয্য বর্ধিত করণের অসমাপ্ত কাজ দায়িত্ব নিয়ে দেখভালের জন্য নবাগত জেলা প্রশাসক রায়হান কবিরকে অনুরোধ জানাবেন নারায়ণগঞ্জের বিদায়ী ডিসি জাহিদুল ইসলাম মিঞা। সেই সাথে তিনি যে কাজ গুলোতে হাত দিয়ে অসমাপ্ত রেখে যাচ্ছেন সেগুলো এগিয়ে নিতে নবাগত ডিসিকে অনুরোধ করে যাবেন।

এর আগে নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর সিনিয়র সহ-সভাপতি মোর্শেদ সারোয়ার সোহেল জেলা প্রশাসককে উদ্দেশ্য করে বলেন, আমরা নারায়ণগঞ্জবাসী অনেক কিছু পেয়েছি আপনার দ্বারা। আপনি নারায়ণগঞ্জকে যানজটমুক্ত করার চেষ্টা করেছেন। গ্রিন এন্ড ক্লিন কর্মসূচি হাতে নিয়েছেন, নারায়ণগঞ্জের কেন্দ্রীয় ঈদগাহটি সংস্কারের উদ্যোগে দিয়েছেন। বর্তমানে সময়ে সরকারি ভাবে কোন জনপ্রতিনিধি নেই। আপনি নারায়ণগঞ্জের জন্য অনেক কিছু করার চেষ্টা করেছেন। অনেক কাজে হাত দিয়েছেন। আমরা ব্যবসায়ীরা যতটুকু পেরেছি আপনাকে সহযোগিতা করার চেষ্টা করেছি। কিন্তু সরকারি আদেশ এসেছে এক্ষেত্রে তো আর কারো কিছু করার থাকে না। তবে আপনি যে গ্রিন এন্ড ক্লিন কর্মসূচি হাতে নিয়ে জেলা জুড়ে যে বৃক্ষ রোপণ করেছেন অনেকের ধারণা এগুলো যথাযথ যত্ন না করা হলে গাছ গুলো টিকবে না। এগুলো কাউকে দায়িত্ব নিতে হবে। সেই সাথে ঈদগাহের কাজটিও পরবর্তী যোগদানকারী ডিসি দায়িত্ব নেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন, সহ সভপতি মোহাম্মদ আবু জাফর, পরিচালক সোহেল আখতার সোহান, গোলাম মোর্শেদ সাঈদ, আহমেদুর রহমান তনু, বিকাশ চন্দ্র সাহা, আব্দুল্লাহ আল মামুন, বিকেএমইএ এর পরিচালক নজরুল ইসলাম স্বপন, রতন কুমার সাহা সহ বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দরা।

উল্লেখ্য, নারায়ণগঞ্জের জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞার বদলী হয়েছে। এক বছরের কম সময় নারায়ণগঞ্জে দায়িত্ব পালন করা জাহিদুল ইসলাম মিঞার ছিল রোববার ১৬ নভেম্বর নারায়ণগঞ্জের শেষদিন। তাকে চট্টগ্রামের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে বদলি করা হয়েছে। অন্যদিকে রাষ্ট্রপতির কার্যালয়ের জনবিভাগের উপসচিব মো. রায়হান কবিরকে নারায়ণগঞ্জের নতুন জেলা প্রশাসক হিসেবে পদায়ন করা হয়েছে।

বৃহস্পতিবার ১৩ নভেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব আমিনুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়।

২৫তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা ২০২৫ সালের শুরুতে রাজবাড়ি থেকে বদলি হয়ে নারায়ণগঞ্জের জেলা প্রশাসক হিসেবে যোগ দিয়েছিলেন। প্রায় এক বছর দায়িত্ব পালনের পর তাকে চট্টগ্রামে পাঠানো হলো।

Islam's Group