দেশব্যাপী আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে মহানগর এনপির উদ্যোগে বন্দরে প্রস্তুতিমূলক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৬ নভেম্বর) বিকেলে নবীগঞ্জ সিরাজুদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।
বন্দর থানা বিএনপির সাধারন সম্পাদক নাজমুল হক রানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক আবুল কাউছার আশা।

এতে প্রধান আলোচক হিসেবে ছিলেন মহানগর বিএনপির সদস্য আওলাদ হোসেন।
বক্তব্য দেন মহানগর বিএনপির সদস্য আমিনুল ইসলাম, বন্দর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক টিপু, বিএনপি নেতা ও সাবেক কাউন্সিলর হান্নান সরকার, সাবেক কাউন্সিলর সুলতান আহমেদ ভূইয়া, ২২নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রাসেল বেপারী, বন্দর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আলতাফ, জুয়েল, স্বপন, হাসান প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে আবুল কাউছার আশা বলেন, ুদেশজুড়ে আওয়ামী লীগ পরিকল্পিতভাবে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে রাজনৈতিক অস্থিতিশীলতা বাড়াচ্ছে। এর বিরুদ্ধে সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ ও সজাগ থাকতে হবে। যারা বিএনপির জন্য জান জীবন দিয়ে যাচ্ছেন তাদের অতীত কর্মকান্ড নারায়ণগঞ্জ ও বন্দরের মানুষ জানে। রাজনীতিতে একসাথে চলতে গেলে ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব হয়। ভাইয়ে ভাইয়ে মিল হয়। কোন অরাজনৈতিক লোক, কোন আওয়ামী লীগের দোসর আমাদের গার্ডিয়ান হিসেবে নারায়ণগঞ্জ-৫ আসনে প্রতিনিধিত্ব করলে এটা আমরা মেনে নিবো না। আমরা মাঠ পর্যায়ের মিটিং মিছিলে ছিল কারাবরণ করেছে, যাদের নামে মামলা আছে এমন নেতাদের মধ্যে যাকে দিবে আমরা তাদের সাথে আছি। আমরা বিশ্বাস করি চূড়ান্ত মনোনয়ন প্রশ্নে দেশমাতা খালেদা জিয়া ও তারুন্যের অহংকার ভবিষ্যৎ রাষ্ট্র নায়ক জনাব তারেক রহমান ত্যাগীদের মূল্যায়ন করবে।








































আপনার মতামত লিখুন :