নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা নারায়ণগঞ্জ থেকে বিদায় নিয়েছেন। তার এই বিদায়কে কেন্দ্র করে রোববার (১৬ নভেম্বর) সকাল থেকে রাত পর্যন্ত জেলা প্রশাসকের কার্যালয় ছিলো বিভিন্ন শ্রেণি পেশার মানুষের দ্বারা পরিপূর্ণ। সকলেই বিদায়ের বেলা সাক্ষাৎ করতে এসেছিলেন। সেই সাথে জেলা প্রশাসকের সাথে সাক্ষাৎ করে অশ্রুসিক্ত নয়নে বিদায় হয়েছেন।
এদিন বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসকের সকল কর্মকর্তা কর্মচারীদের উদ্যোগে বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়। আর এই সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে অনেকেই কান্নায় ভেঙ্গে পড়েন।
কর্মকর্তা-কর্মচারীরা বক্তব্য রাখতে গিয়ে বলেন, এই নারায়ণগঞ্জবাসী আপনার কথা বলবে। প্রতিটি সেক্টরে আপনার বিচরণ ছিলো। আপনি নারায়গঞ্জবাসীর জন্য দিকপাল ছিলেন। আপনার জন্য আমাদের কোনো ভয় ছিলো না। আমরা স্বাধীনভাবে কাজ করেছি। আপনি আমাদের কাজ করার স্বাধীনতা দিয়েছিলেন। ধর্ম বর্ণ নির্বিশেষে আপনি আমাদের গর্ব ছিলেন। আমরা যখন কোনো প্রয়োজনে আপনার কাছে এসেছি কখনও বলেননি পরে আসো।
বিদায়ী জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, আমরা সরকারি চাকরি করি। চাকরির কারণেই আমাদের এক জায়গায় বেশিদিন থাকা হয় না। তাড়াতাড়ি চলে যেতে হবে সেটা কল্পনা ছিলো না। তবে নারায়ণগঞ্জবাসী আমার হৃদয়ে থাকবে। নারায়ণগঞ্জবাসীর ভালোবাসা কখনও ভুলবো না। নারায়ণগঞ্জাবাসী আমাকে অনেক ভালোবাসা দিয়েছেন। আমার জন্য স্মরণীয় হয়ে থাকবে নারায়ণগঞ্জ।








































আপনার মতামত লিখুন :