News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫, ১৪ অগ্রহায়ণ ১৪৩২

কক্সবাজারের নারী মাদক ব্যবসায়ী বন্দরে গ্রেপ্তার


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: নভেম্বর ২৭, ২০২৫, ১০:০৮ পিএম কক্সবাজারের নারী মাদক ব্যবসায়ী বন্দরে গ্রেপ্তার

বন্দরে পৃথক অভিযান চালিয়ে এক নারী সহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ওই সময় সংশ্লিষ্ট পুলিশ ধৃত মাদক ব্যবসায়ীদের কাছ থেকে ২০১৬ পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করতে সক্ষম হয়। ধৃত মাদক কারবারিরা হলো কক্সবাজার জেলার টেকনাফ থানার জালিয়াপাড়া এলাকার মৃত হাজী আবুল হোসেন মিয়ার মেয়ে ইয়াবা ব্যবসায়ী সলিমা বেগম (৫০) ও বন্দর থানার ২০নং ওয়ার্ডের আকাশ মিয়ার ছেলে ইয়াবা ব্যবসায়ী হৃদয় (২৫)।

পৃথক স্থান থেকে ইয়াবা ট্যাবলেট উদ্ধারের ঘটনায় সংশ্লিষ্ট আইন প্রয়োগকারী সংস্থা বাদী হয়ে  ধৃতদের বিরুদ্ধে বন্দর থানায় মাদক আইনে পৃথক মামলা দায়ের করেছে। যার মামলা নং- ৩৮(১১)২৫ ও ৩৯(১১)২৫।

ধৃতদের বৃহস্পতিবার ২৭ নভেম্বর দুপুরে আদালতে প্রেরণ করা হয়। এর আগে বুধবার ২৬ নভেম্বর বিকেল ৫টায় বন্দর থানার ঢাকা টু চট্টগ্রাম মহাসড়কের মদনপুরস্থ রাফি ফিলিং স্টেশনের সামনে যাত্রীবাহী ঢাকা মেট্রো ব ১৪-৯৯৪৫ নাম্বারে স্টার লাইন পরিবহন ও একই দিন দিবাগত রাত সোয়া ২টায় বন্দর থানার মাহমুদনগর ছোট ব্রিজের সামনে পৃথক অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করা হয়।

থানা সূত্রে জানা গেছে, ধৃত মাদক কারবারিরা দীর্ঘ দিন ধরে অবাধে মাদক ব্যবসা চালিয়ে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে উল্লেখিত পৃথক স্থানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবাসহ এদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।

Islam's Group