নারায়ণগঞ্জের রূপগঞ্জে কৃষকের বাড়িতে প্রবেশ করে তিনটি গরু ও একটি খাসি ডাকাতির অভিযোগ উঠেছে। এই ঘটনায় আহত হয়েছে অন্তত ৪ জন।
বৃহস্পতিবার ভোরে পূর্বাচল বাঘবে গ্রামের কৃষক আব্দুল মোতালিব মিয়ার বাড়িতে এই ঘটনা ঘটে। ডাকাত সদস্যরা আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে গরু ও খাসি লুটে নেয় বলে অভিযোগ ভুক্তভোগীদের।
আহতরা হলেন, কৃষক আব্দুল মোতালিব মিয়া(৫২), আলম মিয়া(৪৮), মনির হোসেন(৪৫) ও গৃহবধূ ফাতেমা আক্তারকে(৪০)
ভুক্তভোগীরা জানায়, দুইটি পিকআপ ভ্যানে করে আসা ৭/৮ সদস্যের একদল ডাকাত রামদা, লোহার রড, ছুরি, আগ্নেয়াস্ত্রসহ দেশীয় অস্ত্রেশস্ত্র নিয়ে কৃষক মোতালিব মিয়ার বাড়িতে হানা দেয়। গরু লুট হচ্ছে টের পেয়ে ঘর থেকে বের হলে মোতালিব মিয়াকে আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে জিম্মি করে ডাকাতরা তিনটি গরু ও একটি খাসি পিকআপে তোলে। একপর্যায়ে মোতালেব ও পরিবারের সদস্য সাহায্যের জন্য ডাক-চিৎকার করলে ডাকাতরা চারজনকে ছুরিকাঘাত করে তিনটি গরু ও একটি খাসি নিয়ে পালিয়ে যায়।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন, পুলিশ ঘটনাস্থাল পরিদর্শন করেছে। ডাকাতদের ফেলে যাওয়া একটি ছুরি উদ্ধার করা হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।








































আপনার মতামত লিখুন :