News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ২০ মে, ২০২৫, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২

আদালতপাড়ায় সক্রিয় হচ্ছে গিয়াস বলয়


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: মে ১৯, ২০২৫, ১০:০০ পিএম আদালতপাড়ায় সক্রিয় হচ্ছে গিয়াস বলয়

নারায়ণগঞ্জ আদালতপাড়া রাজনীতিতে সক্রিয় হতে শুরু করছে নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি মুহাম্মদ গিয়াসউদ্দিনের বলয়। বিশেষ করে নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আগামী কমিটিকে কেন্দ্র করে গিয়াসউদ্দিনের অনুসারী আইনজীবীরা আরও বেশি সরব হতে শুরু করেছেন। তারা তাদের অবস্থান জানান দিতে শুরু করেছেন।

বিভিন্ন পর্যায়ের আইনজীবীদের সাথে কথা বলে জানা যায়, নারায়ণগঞ্জ আদালতপাড়ায় জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট আব্দুল ভূইয়া গিয়াসউদ্দিনের অনুসারী হিসেবে পরিচিত। তিনি অনেকদিন ধরে গিয়াসউদ্দিনের সাথে সাথে রাজনীতি করে আসছেন। গিয়াসউদ্দিন জেলা বিএনপির সভাপতি হওয়ার পর তার বেদৌলতে ফতুল্লা থানা বিএনপির সাধারণ সম্পাদক পদেও এসেছেন বারী ভূইয়া।

তবে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাবস্থায় অ্যাডভোকেট আব্দুল ভূইয়া রাজনীতিতে তেমন সক্রিয় ছিলেন না। আদালতপাড়ায় তিনি অনেকাই নিরব অবস্থানেই থাকতেন। ফলে আওয়ামী লীগ থাকাবস্থায় গিয়াসউদ্দিনের বলয়টি তেমন সক্রিয় ছিলো না।

এরই মধ্যে গত বছরের ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকারের পতনের পর অ্যাডভোকেট আব্দুল ভূইয়া রাজনীতিতে সক্রিয় হয়েছেন। সেই সাথে আদালতপাড়াতেও তার অবস্থান জানান দিতে থাকেন। বিভিন্ন কর্মসূচিতে তার সক্রিয় অবস্থান দেখা যায়। তাকে ঘিরে আইনজীবীদের একটি বলয়ও তৈরি হয় আদালতপাড়াতে।

তারই ধারাবাহিকতায় মুহাম্মদ গিয়াসউদ্দিনও আদালতপাড়া এসে আইনজীবীদের সাথে সময় দেয়ার চেষ্টা করে থাকেন। সবশেষ গত ১৫ মে নারায়ণগঞ্জ আদালতে হাজির হয়েছিলেন জেলা বিএনপির সাবেক সভাপতি ও নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য মুহাম্মদ গিয়াসউদ্দিন। হজ পালনে যাওয়ার আগে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাথে সাক্ষাতের কথা বলা হলেও পরোক্ষভাবে ছিলো জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের পদ প্রত্যাশী নেতাদের পক্ষে শক্তি প্রদর্শন।

আইনজীবীদের সাথে কথা বলে জানা যায়, এদিন মুহাম্মদ গিয়াসউদ্দিনকে ঘিরে ছিলেন বিএনপির পদ প্রত্যাশী আইনজীবীরা। বিশেষ করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাবেক সভাপতি অ্যাডভোকেট সরকার হুমায়ুন কবিরের বেশ সক্রিয় অবস্থানে ছিলেন। সবসময় তিনি গিয়াসউদ্দিনের সাথে সাথে ছিলেন। যাতে করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আগামী কমিটিকে কেন্দ্র করে বিপক্ষে থাকা পদ প্রত্যাশী বেশি সুবিধা করতে না পারেন। সামান্য সময়ের জন্যেও গিয়াসউদ্দিনকে ছেড়ে তিনি যাননি।

এদিকে গত ১৫ চাঁদাবাজি মামলায় গ্রেফতার দেখিয়ে ফতুল্লা থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরীকে কারাগারে প্রেরণ করা হয়। তার আগে থাইল্যান্ড পালানোর পথে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রিয়াদ মোহাম্মদ চৌধুরীকে আটক করা হয়।

একই সাথে এদিন বেলা সাড়ে ১১টার দিকে তাকে বিএনপির প্রাথমিক সদস্যপদ সহ সকল পর্যায়ের পদ থেকে বহিস্কার করা হয়। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি, আদর্শ ও সংহতি পরিপন্থী অনৈতিক কার্যকলাপের জন্য রিয়াদ মোহাম্মদ চৌধুরীকে বিএনপির প্রাথমিক সদস্য সহ সকল পর্যায়ের পদ থেকে বহিস্কার করা হয়েছে।

পরবর্তীতে চাঁদাবাজীর ঘটনায় ফতুল্লা মডেল থানায় এস আই শামীম হোসেন বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলায় রিয়াদকে এক নাম্বার আসামী করা হয়। এই ঘটনার পর থেকেই অ্যাডভোকেট আব্দুল বারী ভূইয়া গিয়াসউদ্দিনের পক্ষ নিয়ে নিজেদের অবস্থান জানান দিয়ে আসছেন। সেই সাথে তাকে ঘিরে আদালতপাড়ায় নতুন করে একটি বলয় সক্রিয় হয়ে উঠছে। যারা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আগামী কমিটিতে জায়গা করে নিতে পারেন।

Islam's Group