News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ২০ মে, ২০২৫, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২

শোকজের জবাব দিয়েছেন হিরন, সিদ্ধান্ত নিবে কেন্দ্র


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: মে ১৯, ২০২৫, ০৯:৫৬ পিএম শোকজের জবাব দিয়েছেন হিরন, সিদ্ধান্ত নিবে কেন্দ্র

নিদিষ্ট সময়ের শোকজের জবাব দিয়েছেন বন্দর উপজেলা বিএনপির সভাপতি মাজহারুল ইসলাম হিরন। রোববার ১৮ মে দুপুরে নারায়ণগঞ্জ আদালতপাড়ায় গিয়ে মহানগর বিএনপির আহবায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান ও সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপুর কাছে শোকজের জবাব দিয়েছেন মাজহারুল ইসলাম হিরন।

উত্তর জমা দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান।

জবাবে সন্তোষজনক হয়েছে কিনা এমন উত্তরে তিনি জানান, উনি লিখিতভাবে শোকজের জবাব দিয়েছেন। আমরা গ্রহণ করেছি। জবাবের বিষয়টি পর্যালোচনা করা হবে। পাশাপাশি যেসব অভিযোগগুলো উঠেছে সেগুলো আমরা আরো অধিকতর তদন্ত করে কেন্দ্রে প্রতিবেদন পাঠাবে সেই মোতাবেক কেন্দ্র থেকে যে সিদ্ধান্ত আসবে সেটাই চূড়ান্ত সিদ্ধান্ত।

এর আগে তাকে ১৫ মে মহানগর বিএনপির আহবায়ক সাখাওয়াত হোসেন খান এবং সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু স্বাক্ষরিত একটি বার্তায় শোকজ প্রদান করা হয়। যেখানে আগামী ৭২ ঘণ্টার মধ্যে শোকজের জবাব দিতে বলা হয়েছিলো।

শোকজপত্রে উল্লেখ করা হয়,  বিগত ৮মে নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত নিউজ পোর্টাল, স্থানীয় কয়েকটি পত্রিকা আপনার বিরুদ্ধে টাকার চাঁদার কল রেকর্ড প্রকাশিত হয়। তাতে দলের ভাবমূর্তী ক্ষুন্ন হয় এবং দল প্রশ্নের সম্মুখিন হয়।

অতএব আপনার এই ধরনের হীনকর্মকান্ডে দায়-দায়িত্ব দল বহন করবে না। তাই আপনি পত্র পাওয়ার আগামী ৭২ঘণ্টার মধ্যে আপনার বিরুদ্ধে আনিত ও উত্থাপিত কল রেকর্ড এর ব্যাপারে ব্যাখ্যা প্রদান করে আপনার অবস্থান পরিষ্কার করিবেন। অন্যথায় আপনার বিরুদ্ধে দলীয় হাই কমান্ডের নির্দেশ ও পরামর্শে আপনার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Islam's Group