News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা রবিবার, ০৩ আগস্ট, ২০২৫, ১৮ শ্রাবণ ১৪৩২

বিএনপির বিভাজন আজমেরী অনুসারিদের ভিড়


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: আগস্ট ২, ২০২৫, ০৯:৩৩ পিএম বিএনপির বিভাজন আজমেরী অনুসারিদের ভিড়

আওয়ামীলীগ সরকার পতনের এক বছরে ওসমান সাম্রাজ্য ধসে এবার বিএনপির ঘাড়ে মেতেছেন আজমেরি ওসমানের ক্যাডাররা। এরই মধ্যে বিএনপিতে বিভাজন হয়ে আজমেরি অনুসারিরা সক্রিয় হওয়ার চেষ্টা করে যাচ্ছে। ছাত্র-জনতা হত্যা মামলা আসামী হয়ে গ্রেপ্তার হওয়া পাগলা হামিদকে দেখা গেছে বিএনপি পদবিহীন নেতা জাকির খানের বাড়িতে। কাঁধে হাত রেখে জাকির খানের একটি ছবি ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। এরই মধ্যে আজমেরি ওসমান বাহিনীতে এক সময়ে থাকা নাজির ও বান্টিকে বর্তমান দেখা যায় জাকির খানের ডানে বামে।

একাধিক সূত্রে জানা গেছে, আজমির ওসমানের বিগত পথে শিখানো নাজিরের দিক নিদের্শনায় জাকির খান বর্তমান তার রাজত্ব কায়েম করে রেখেছেন।

অন্যদিকে চাষাঢ়ায় একটি দোকানের মালিকানা নিয়ে জামায়াত নেতাকে মারধর করে স্বেচ্ছাসেবকদলের অনুসারিরা। সেখানে সভাপতি রানা উপস্থিতিতে আজমেরি ক্যাডার কাউছার জামায়াত নেতাকে মারধরে সমালোচনা সৃষ্টি হয়। তার বিরুদ্ধে গত বছর ১৯ জুলাই শামীম ওসমানের সাথে সরাসরি ছাত্র-জনতার উপর গুলি চালানো অভিযোগ রয়েছেন।

জানা যায়, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির বিভাজন রাজনীতিতে আজমেরি ওসমানের ক্যাডার বাহিনীরা সদস্যরা ভিড় জমিয়েছে। পদবিহীন বিএনপির নেতা, বিদ্রোহীদের যুবদল ও স্বেচ্ছাসেবকদলের নেতাদের আস্থাভাজন হয়ে উঠেছে ক্যাডাররা। যার ফলে বিগত আমলে আজমির বাহিনী তৎপরতা এখন বিভিন্ন গ্রæপে ছড়িয়ে পড়েছে। ইতোমধ্যে আজমেরি ওসমানের কিশোর গ্যাং সদস্যরাও এখন বিএনপি ও অঙ্গসংগঠনে জড়িয়ে পড়েছে।

নারায়ণগঞ্জে এক সময়ের ত্রাস আজমেরী ওসমানের ক্যাডার বাহিনী এখনো বিএনপির উপর ভর করে আছে। গত বছর ৫ আগস্টে হাসিনা ও সরকারের পতনের পর আজমেরী ওসমান দেশ ছেড়ে পালালেও অনুসারীরা কিছুদিন গা ঢাকা দিয়েছিল। কিন্তু পরবর্তীতে তারা এখন বিএনপি নেতাদের উপর ভর করেছেন। গত ৭ জুলাই শহরের চাষাঢ়ায় পৌর মার্কেটে একটি দোকানের মালিকানা নিয়ে হামলার ঘটনা ঘটে। সেখানে আজমেরী ওসমানের এক ক্যাডারকে দেখা গেছে প্রকাশ্যে নারায়ণগঞ্জ চেম্বারের পরিচালক গোলাম সারোয়ার সাঈদকে মারধর করেছে। হামলাকারী নিজেই বিএনপির পক্ষে ভাড়ায় খাটেন। চাষাঢ়ায় হামলার সময়ে আজমীর ওসমানের সহযোগী কাউসার ১৯ জুলাই শামীম ওসমানের সাথে সরাসরি ছাত্রদের উপর গুলি চালানো ১৮ নং ওয়ার্ডের সন্ত্রাসী নুরুজ্জামান এ হামলায় জড়িত।

বহুল আলোচিত সমালোচিত আজমেরী ওসমান এখন ভারতের কলকাতায় রয়েছেন। ক্যাসিনো স¤্রাটের সাথে মারকুইজ স্ট্রিট এলাকাতে আসেন। নারায়ণগঞ্জ ও ঢাকা হতে চলাচল করা বাসগুলোর কাউন্টার এ এলাকাতেই অবস্থিত। দুপুরে ও সন্ধ্যায় দুই সময়ে বাংলাদেশ থেকে ছেড়ে যাওয়া বাসগুলো গিয়ে পৌছায়। সেখানে বাসে নারায়ণগঞ্জের কাউকে পেলেই তার সঙ্গে কুশল বিনিময় করেন আজমেরী ওসমান। দিনে পৌছানো বাসের যাত্রীদের পরিচিতদের ফোন নাম্বার দিয়ে দিচ্ছেন তিনি। পরে সন্ধ্যায় বা রাতেও তাদের সঙ্গে আড্ডায় মেতে উঠছেন।

Islam's Group