News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা রবিবার, ০৩ আগস্ট, ২০২৫, ১৮ শ্রাবণ ১৪৩২

হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত খুনিদের শাস্তি দাবিতে মানববন্ধন


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: আগস্ট ২, ২০২৫, ০৮:৪৪ পিএম হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত খুনিদের শাস্তি দাবিতে মানববন্ধন

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের মো. মাকসুদুল হাসান জনি হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত,খুনিদের শনাক্ত এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

শনিবার (২ আগষ্ট) দুপুরে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের মৌচাক এলাকায়  এ কর্মসূচি পালন করা হয়। 

নাসিক ৩ নং ওয়ার্ডের সর্বস্তরের জনসাধারণের উদ্যোগে এ প্রতিবাদ সভা ও মানববন্ধন পালিত হয়েছে। 

উক্ত মানববন্ধন ও প্রতিবাদ সভায় স্থানীয়রা বলেন, বর্বরোচিত হত্যাকাণ্ডের বেশ কয়েকদিন অতিবাহিত হলেও এখন পর্যন্ত প্রকৃত খুনিদের শনাক্তপূর্বক গ্রেফতার করা হয়নি। যার ফলে আমাদের মাঝে গভীর ক্ষোভ ও শঙ্কা বিরাজ করছে। আমাদের দাবি অনতিবিলম্বে তাদের শনাক্ত করে গ্রেফতার এবং দৃষ্টান্ত মূলক শাস্তি প্রদান করা হোক।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনূর আলম বলেন, এই হত্যা মামলার ছয় আসামির মধ্যের চারজনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। বাকি দুইজনকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে। 

উল্লেখ্য, গত ১৮ জুলাই ৩নং ওয়ার্ডস্থ নিমাইকাশারী বাজার সংলগ্ন তাকওয়া টাওয়ারের পরিত্যক্ত নির্মাণাধীন দোতলা ভবনের লিফটের গর্তের ভেতর জমা থাকা ময়লা পানিতে হত্যার শিকার যুবকের অর্ধ গলিত মরদেহ উদ্ধার করে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ।

Islam's Group