News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা রবিবার, ০৩ আগস্ট, ২০২৫, ১৮ শ্রাবণ ১৪৩২

ভোটে হেরে শামীম ওসমান দেশ ছাড়েন, সে ক্ষোভ আজও রয়েছে


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: আগস্ট ২, ২০২৫, ০৯:৪৬ পিএম ভোটে হেরে শামীম ওসমান দেশ  ছাড়েন, সে ক্ষোভ আজও রয়েছে

আগামী জাতীয় সংসদ নির্বাচন যতোই ঘনিয়ে আসছে ততোই নারায়ণগঞ্জের রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হতে শুরু করেছে। এমনকি বিদেশে বসেও কেউ কেউ চালিয়ে যাচ্ছেন দাবার চাল।

একাধিক সূত্রমতে, নারায়ণগঞ্জ-৪ আসন থেকে যেকোনো মূল্যে জেলা বিএনপির সাবেক সভাপতি ও নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য মুহাম্মদ গিয়াস উদ্দিনকে মাইনাস করার জন্য জমিয়তে উলামায়ে ইসলামের নারায়ণগঞ্জ জেলার সভাপতি ও আলোচিত এমপি প্রার্থী মাওলানা মনির হোসাইন কাসেমীকে হোয়াটসঅ্যাপে কল দিয়ে দীর্ঘসময় আলাপ করেছেন শামীম ওসমান। এই ফোনালাপে কাসেমীকে সরাসরি বলেন “যেকোনো মূল্যে এবার আপনাকেই এমপি হতে হবে।” তার এই কথার মূল বার্তা ছিল গিয়াস উদ্দিনকে আটকে রাখা, মাইনাস করে মাঠ থেকে ছিটকে দেওয়া।

এ সংক্রান্ত একটি প্রতিবেদন পত্রিকায় প্রকাশিত হলে এক প্রতিক্রিয়ায় গিয়াস উদ্দিন বলেন, “শামীম ওসমান ২০০১ সালে নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে পরাজিত হয়ে দেশ ছেড়ে পালিয়ে যায়। সেজন্য আমার প্রতি তার বড় একটি ক্ষোভ রয়েছে। সে স্বৈরশাসকের একজন গডফাদার হিসেবে আবির্ভূত হয়ে যে অন্যায় অত্যাচার করেছে, প্রশাসনকে ব্যবহার করে ক্যাডার বাহিনী, অস্ত্র বাহিনী দিয়ে মানুষের উপর যে অত্যাচার চালিয়েছে, অর্থ সম্পদ লুট করেছে তখন আমাদের দলেরই অনেকের সঙ্গে সম্পর্ক রেখে পরিচালনা করেছে। শুধু আমাকেই কোনোভাবেই ম্যানেজ করতে পারে নাই। সেই কারণে আমাকে, আর আমাদের ছেলেকে নিয়ে সবসময় ভয়ে থাকতো। তিনি যে অন্যায় করেছেন তার প্রতিবাদ আমরা নিয়মিত করেছি। তাই সে সবসময় বক্তব্যে আমার আর আমার ছেলেদের বিরুদ্ধে বক্তব্য রাখতো। আর এখন স্বৈরাচার দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পরও সে বিদেশে বসে ভাবে নারায়ণগঞ্জ নিয়ন্ত্রণ করবে তা আমাদের কারণে পারবে না। বিদেশে বসে সে এখনো খেয়াল করে আমার প্রতিপক্ষ কে আছে? আমার বিরুদ্ধে কে আছে? তাদের বিরুদ্ধে মিলে কিভাবে আমার এবং আমার সন্তানদের বিরুদ্ধে কাজ করতে পারে তা নিয়ে ছক কষছেন। শামীম ওসমানের প্রধান সেনাপতি সেভেন মার্ডারের মূল আসামি নূর হোসেনকে দিয়ে জেলখানায় বসেও তাকে দিয়ে বিভিন্নরকম ষড়যন্ত্র করছে। এই গডফাদার ও তার সেনাপতি যখন দেশে ছিল তখনই ভয় পাই নাই এখনো ভয় পাই না। শুধু আল্লাহর উপর ভরসা করি। এই অপশক্তির বিরুদ্ধে আমরা সবসময় রুখে দাঁড়াবো।”

তিনি আরও বলেন, “আমি ছাত্রজীবন থেকে রাজনীতি করি। ফতুল্লা থানার উন্নয়ন কমিটির চেয়ারম্যান হয়ে পুরো সিদ্ধিরগঞ্জ ও নারায়ণগঞ্জ এলাকায় কাজ করেছি। আবার আমি উপজেলা চেয়ারম্যান হয়ে নারায়ণগঞ্জ সদর উপজেলার চেয়ারম্যানের দায়িত্ব পালন করতে গিয়ে আমি ফতুল্লা থানা, সিদ্ধিরগঞ্জ থানা এবং নারায়ণগঞ্জ সদর থানা নিয়ে পুরো এলাকায় কাজ করে সাধারণ মানুষের সঙ্গে থেকে উন্নয়ন কাজে নিজেকে সম্পৃক্ত রেখেছি। এরপর আমি ২০০১ সালে নির্বাচনী এলাকা চার থেকে বিপুল ভোটের ব্যবধানে আমাকে নির্বাচিত করা হয়েছে। তাই সবাই চিন্তা করে এই আসনে আমাকে মাইনাস করে যারা এই আসনে এমপি হওয়ার স্বপ্ন দেখে তাদের পদ খুলে যাবে। আমি ছাড়া অন্য যারা নতুন রয়েছে প্রত্যাশা করে আমাকে কিভাবে মাইনাস করা যায়। আর আমাকে মাইনাস করতে না পারলে কেউ এখানে আসতে পারছে না। সেজন্য সবাই আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। কিন্তু আমার শিখড় জনগণের হৃদয়ের মাঝে। সেজন্য তারা যতোই ষড়যন্ত্র করুক তারা আমাকে জনগণের হৃদয় থেকে বিচ্ছিন্ন করতে পারবে না।”  

Islam's Group