News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা রবিবার, ০৩ আগস্ট, ২০২৫, ১৮ শ্রাবণ ১৪৩২

ডিবি পরিচয়ে স্বর্ণ ব্যবসায়িকে অপহরণ করে মুক্তিপণ দাবী


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: আগস্ট ২, ২০২৫, ০৯:২৭ পিএম ডিবি পরিচয়ে স্বর্ণ ব্যবসায়িকে অপহরণ করে মুক্তিপণ দাবী

নারায়ণগঞ্জের আড়াইহাজারে স্বর্ণ ব্যবসায়ি ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদ, আড়াইহাজার শাখার সাধারণ সম্পাদক দুলাল রায় (৪৮) কে ডিবি পরিচয়ে অপহরণ ও ৫ লাখ টাকা মুক্তিপণ চাওয়ার পর পুলিশ, ডিবি এবং র্যাবের যৌথ অভিযানে ঘটনার ৭ ঘন্টা পর শুক্রবার দিবাগত রাত ৩টায় রূপগঞ্জের তারাব এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। এর আগে শুক্রবার রাত পৌনে ৮ টায় মাহমুদপুর উনিয়নের শালমদী বাজারের নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে বাইক যোগে নিজ বাড়ী উচিৎপুরা ইউনিয়নের ভৈরবদী যাওয়ার পথে শ্রীনিবাসদী এলাকা থেকে তাকে ডিবি পরিচয়ে অপহরণ করা হয়। তিনি ওই গ্রামের ননি গোপাল রায়ের পুত্র।

ঘটনার বিবরণে পুলিশ জানায়, অপহরণের ঘটনা ঘটার পর অপহরণকারীরা অপহৃতের নিজের মোবাইল থেকে ফোন করে তার স্ত্রী প্রতিমার রানীর মোবাইলে ফোন করে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবী করে। অন্যথায় দুলাল রায়কে মেরে ফেলা হবে বলে হুমকী দেয় অপহরণকারীরা। 

পরে অপহৃতের স্ত্রী প্রতিমা রানী বিষয়টি থানা পুলিশকে জানালে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদারের নির্দেশে ও দিক নির্দেশনায় ডিবির অতিরিক্ত পুলিশ সুপার মো. সোহেল রানা ও নারায়ণগঞ্জ জেলা সহকারী পুলিশ সুপার ( গ অঞ্চল) মেহেদী ইসলামের নেতৃত্বে পুলিশ, ডিবি এবং র্যাবের একাধিক টিম গুরুত্বপূর্ন ভাবে অভিযান চালিয়ে তাকে রূপগঞ্জের তারাব এলা থেকে সম্পূর্ণ অক্ষত ও সুস্থ অবস্থায় উদ্ধার করে। 

অপহৃত ও উদ্ধার হওয়া দুলাল রায়ের পরিবারের পক্ষ থেকে জানানো হয়, অপহরণকারীরা একটি কালো রঙের হাইয়েস গাড়ী যোগে ডিবি পরিচয়ে তাকে তুলে নেয়ার পর যৌথ অভিযানের তৎপরতা সম্পর্কে অবগত হয়ে তাকে রাত ৩টায় রূপগঞ্জের তারাব এলাকায় রাস্তায় এনে ছেড়ে দিয়ে যায়। এ ব্যাপারে কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

Islam's Group