News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ০৮ নভেম্বর, ২০২৫, ২৩ কার্তিক ১৪৩২

শহরে হাতপাখার শোডাউন


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: নভেম্বর ৭, ২০২৫, ০৭:১৫ পিএম শহরে হাতপাখার শোডাউন

ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মুফতি মাসুম বিল্লাহ বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ তথা হাতপাখা নির্বাচিত হলে সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত রাষ্ট্র উপহার দেব ইনশাআল্লাহ। বিগত দিনে সরকার ও ক্ষমতার হাত বদল হয়েছে ঠিকই কিন্তু মানুষ তাদের কাঙ্ক্ষিত মৌলিক অধিকার ও শান্তি পায় নাই। দেশ হয়েছে দুর্নীতিগ্রস্ত। ক্ষমতাসীনরা দেশের অর্থ বিদেশে পাচার করেছে। আমরা চাই এমন একটি রাষ্ট্র কাঠামো যেখানে মানুষ সুন্দর ও শান্তিপূর্ণভাবে বসবাস পারবে। 

শুক্রবার ৩ টায় ডিআইটি চত্বর থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ-৫ আসন নির্বাচন পরিচালনা কমিটির উদ্যোগে মোটর বাইক ক্যাম্পেইন ফর হাতপাখা প্রোগ্রামে এক পথসভায় তিনি একথা বলেন।

ক্যাম্পেইন ফর হাতপাখায় আরো উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সহ সভাপতি নূর হোসেন,  সেক্রেটারি মোঃ সুলতান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক মাওলানা শামসুল আলম, প্রচার ও দাওয়াত সম্পাদক বিলাল খান, অর্থ সম্পাদক মোঃ ইসমাইল সহ নারায়ণগঞ্জ ৫ আসনের নেতাকর্মী ও তৌহিদী জনতা।

ক্যাম্পেইন চলাকালে চাষাঢ়া মোড়ে এসে পথ সভায় তিনি আরো বলেন, ইতোপূর্বে নারায়ণগঞ্জে এক গডফাদার ছিল, পুরো নারায়ণগঞ্জকে সে সন্ত্রাসের রাজ কায়েম করে রেখেছিল। জুলাই আন্দোলনে সেই গডফাদার বিতাড়িত হওয়ার পর আমরা দেখতে পাচ্ছি পূর্বের ন্যায় আরো ডজন খানেক গডফাদার তৈরি হয়েছে।

সাংবাদিকদের উপর হামলার নিন্দা জানিয়ে তিনি বলেন, যে বা যারা সাংবাদিকদের উপর হামলা করেছে, তারা চিহ্নিত। তাদের ব্যাপারে সংশ্লিষ্ট দল কি ব্যবস্থা নিয়েছে তা জনগণ জানতে চায়। পাশাপাশি প্রশাসনকে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জন্য জোর দাবি জানাচ্ছি। ওয়াদা দিচ্ছি, আমরা বিজয়ী হলে নারায়ণগঞ্জকে গডফাদার মুক্ত করব, চাঁদাবাজ ও সন্ত্রাসদের কবর রচনা করব ইনশাআল্লাহ। ব্যবসায়ীরা নির্বিঘ্নে ব্যবসা করতে পারবে। 

Islam's Group