‘হ্যালো গাইস’ আর ‘দাদা’ নামক আলোচিত রয়েছে নারায়ণগঞ্জ শহরের এক নেতা অভ্যন্তরে। সেই নেতার অনুমতিক্রমে এবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি সম্বলিত ফেস্টুন ঘুরপাক খাচ্ছে শহর বন্দর ফতুল্লায়। এর আগে দেখা গেছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। অপরদিকে এমন কান্ডে ইতোমধ্যে আলোচনা সমালোচনা সৃষ্টি হয়েছে নারায়ণগঞ্জ বিএনপিতে। এতে নেতারাও বলছেন, বিএনপি ভিতরে বিএনপি মনোনয়ন দিচ্ছেন আলোচিত জাকির খান। এরই মধ্যে হ্যালো গাইস নামক জিয়াউর রহমান জিয়া ও দাদা নামক দাদা সেলিমের এমপি হতে বির্তক প্রচারণায় কেন্দ্রে জমা পড়েছে বলে গুঞ্জন উঠেছে।
জানা যায়, নারায়ণগঞ্জ জেলা প্রজন্ম দলের আহবায়ক ও জাকির খান মুক্তি পরিষদের আহবায়ক সলিমুল্লাহ করিম সেলিম ওরফে দাদা সেলিমকে নারায়ণগঞ্জ-৪ আসনে ও নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবকদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়াকে নারায়ণগঞ্জ-৫ আসনে এমপি নির্বাচনে প্রস্তুতি নিতে গ্রহণ করার অনুমতি দেন জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও কারামুক্ত জাকির খান। বিএনপি নেতা প্রয়াত কামালউদ্দিন মৃধার নেতৃত্বে ১৯৯৪ সালে বিএনপিতে যোগ দেন জাকির খান। পরবর্তিতে ১৯৯৯ সালে স্বল্প সময়ের জন্য জেল থেকে বের হয়ে জাকির খান জেলা ছাত্রদলের সভাপতির পদটি পেয়ে যান। এরপর থেকে বিএনপি বা অঙ্গসংগঠনের কোন পদে আসীন হননি তিনি। বরং ২০০৩ সাল থেকে ২০২১ সাল ২রা সেপ্টেম্বর পর্যন্ত পলাতক জীবনের পর র্যাবে হাতে গ্রেপ্তার হয়ে দীর্ঘ তিন বছর কারাগারে বন্দি ছিলেন। গত বছর ৫ আগষ্টে আওয়ামীলীগ পতনের চলতি বছরের ১৩ এপ্রিল ৩৩ মামলা থেকে খালাস ও জামিনে মুক্তি পান জাকির খান। এরপরও বিএনপি কমিটিতে ঠাঁই পাওয়া নিয়ে দৌড়ঝাঁপ করলেও বিতর্কে কারণে কেন্দ্রে প্রশ্রয় পাননি। যার কারণে প্রায় কোটি টাকা দামি গাড়ীতেও হাত-পা উঠিয়ে ভিন্ন সাজে জাকির খান ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে সমালোচিত হয়েছেন। তার এমন কান্ডে কেন্দ্রীয় বিএনপি শীর্ষ পর্যায়ে নেতাদের মধ্যে আলোচনা শুনা গেছে।
গত ২৭ অক্টোবর নারায়ণগঞ্জের পাচঁটি আসনের বিএনপি মনোনয়ন প্রত্যাশিদের ডেকে নিয়ে দিক নিদের্শনা দিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ওই বৈঠকে জাকির খানের অনুমতিক্রম প্রস্তুতি হওয়া নেতা প্রজন্ম দলের দাদা সেলিম ও স্বেচ্ছাসেবকদলের জিয়াকে দেখা যায়নি।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ফরহাদ গাজি আইডি থেকে সলিমুল্লাহ করিম সেলিম দাদা জন্য দোয়া ও শুভ কামনা রইল। আমাদের প্রাণপ্রিয় নেতা জনাব জাকির খান সাহেব আমাদের জেলা প্রজন্ম দলের আহবায়ক জনাব সলিমুল্লাহ করিম সেলিম দাদাকে নারায়ণগঞ্জ ৪ আসন থেকে নির্বাচন করার জন্য প্রস্তুতি গ্রহণ করার অনুমতি দেন। অন্যদিকে স্বেচ্ছাসেবক দল নারায়ণগঞ্জ মহানগর প্রচারে নারায়ণগঞ্জ-৫ আসনে মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়াকে এমপি হিসেবে দেখতে চাই। তাদের দুইজনের ব্যানার ফেষ্টুন এখন আলোচনা সমালোচনা সৃষ্টি হয়েছে। এই দুই দলের কেন্দ্রীয় নেতারাও জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হতে দেখা যায়নি। সেখানে জেলা ও মহানগর পর্যায়ে নিস্ক্রিয় নেতারা মনোনয়ন প্রত্যাশায় বিএনপির মধ্যে তামাশা সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে বিএনপি পদধারী নেতারা।








































আপনার মতামত লিখুন :