News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ০১ নভেম্বর, ২০২৫, ১৭ কার্তিক ১৪৩২

কাসেমীর সম্মেলন ঘিরে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের প্রলোভন


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: অক্টোবর ৩১, ২০২৫, ১১:০৬ পিএম কাসেমীর সম্মেলন ঘিরে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের প্রলোভন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ এ সময়ে দলের বেশ গুরুত্বপূর্ণ ব্যক্তি। ১ নভেম্বর শনিবার তিনি নারায়ণগঞ্জে আসছেন। আর সে কারণে এ নেতার নামের উপর ভর করে বিএনপির সম্ভাব্য মনোনয়ন প্রত্যাশীদের নানা ধরনের প্রস্তাবনা দেওয়া হচ্ছে। পাশের সিটে বসানো, কিংবা যোগাযোগ করিয়ে দেওয়ার কথা বলে কয়েকজন প্রার্থীর কাছ থেকে আয়োজনের কথা বলে ডোনেশন চাওয়া হচ্ছে। একাধিক সম্ভাব্য এমপি প্রার্থীর ঘনিষ্ঠজনেরা এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা যায়, নারায়ণগঞ্জ-৪ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী ও জমিয়তে উলামায়ে ইসলামের জেলা কমিটির সভাপতি মুফতি মনির হোসাইন কাসেমী পরিষদের উদ্যোগে নারায়ণগঞ্জ শহরের কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে আজমতে সাহাবা মহাসম্মেলনের আয়োজন করা হয়েছে। শনিবার দুপুর ২ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত এই সম্মেলন অনুষ্ঠিত হবে।

সভাপতিত্ব করবেন নারায়ণগঞ্জ-৪ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী জমিয়তে উলামায়ে ইসলামের নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি ও জামিয়া মাদানিয়া বারিধারা মুহতামিম মুফতি মনির হোসাইন কাসেমী। একই সাথে এই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ হেফাজতে ইসলামের নায়েবে আমীর আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।

এই সম্মেলনের প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ হেফাজতে ইসলামের নায়েবে আমীর আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী উপস্থিত থাকলেও মূল আকর্ষণ হচ্ছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। তাকে কেন্দ্র করেই আয়োজকদের যত সব কান্ড কীর্তি।

সালাহউদ্দিন আহমেদের উপস্থিতিকে কেন্দ্র করেই আয়োজকদের একটি অংশ ডোনেশন সংগ্রহে নেমেছেন। সালাহউদ্দিন আহমেদের সাথে ভালো সম্পর্ক করে দেয়া কিংবা তার সাথে বসার সুযোগ করে দেয়ার নাম করে নারায়ণগঞ্জের ৫ টি আসনের বিএনপি দলীয় মনোনয়ন প্রত্যাশীদের কাছ থেকে বিপুল পরিমাণ ডোনেশন সংগ্রহ করা হয়েছে।

ঠিক এমনটাই অভিযেগা করেছেন নারায়ণগঞ্জের বিভিন্ন আসনের বিএনপি দলীয় মনোনয়ন প্রত্যাশীরা। বিএনপি দলীয় কয়েকজন মনোনয়ন প্রত্যাশীদের সাথে কথা বলে জানা গেছে, তাদেরকে বলা হয়েছে; বিশাল সম্মেলনের আয়োজন করা হয়েছে। এখানে অনেক টাকা খরচ হবে। আর সম্মেলনের মূল ভূমিকায় থাকবেন সালাহউদ্দিন আহমেদ। তাকে কেন্দ্র করে সংবাদ মাধ্যমের ফোকাস থাকবে। আর তাই সালাহউদ্দিন আহমেদের সাথে কথা বলার সুযোগ মনোনয়ন পাওয়ার ক্ষেত্রে সহায়ক হবে। তার সাথে ভালোভাবে পরিচয় হতে পারলে হয়তো আগামী দিনে যে কোনো বিষয়েই ভালো সহযোগিতা হতে পারে। আর তাই ভালো ডোনেশন করতে পারলে আয়োজকরা সেই সুযোগ করে দিবেন।

যদিও ডোনেশনের ব্যাপারে নারায়ণগঞ্জ জেলা জমিয়তে উলামায়ে ইসলামের সাধারণ সম্পাদক মাওলানা ফেরদাউসুর রহমান বলেন, আমার কাছে এই প্রশ্নের জবাব নেই। আমি এই প্রশ্নের জবাব দিতে পারবো না। তারপর আবার বলেন, প্রোগ্রামের আয়োজক যেহেতু আমরা প্রোগ্রামের খরচ আমাদেরই করতে হবে।

Islam's Group