ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে নারায়ণগঞ্জ-৫ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মাসুদুজ্জামান মাসুদের পক্ষে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেল সাড়ে ৩টায় নগরীর খানপুর ৩০০ শয্যা হাসপাতালের সামনে থেকে ওই বর্ণাঢ্য র্যালিটি শুরু করে চাষাঢ়া বিজয়স্তম্ভে গিয়ে শেষ হয়। র্যালির পূর্বে খন্ড খন্ড মিছিল নিয়ে নারায়ণগঞ্জ মহানগর যুবদল, মহানগর স্বেচ্ছাসেবক দল সহ বিএনপি ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দরা মিছিল নিয়ে খানপুর ৩০০ শয্যা হাসপাতালের সামনে গিয়ে জড়ো হয়।
সেখান থেকে মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন আনুর নেতৃত্বে র্যালিটি শুরু হয়ে চাষাঢ়া বিজয়স্তম্ভে গিয়ে শেষ হয়। র্যালিতে ধানের শীষ ও মাসুদুজ্জামানের পক্ষে বিভিন্ন স্লোগানে রাজপথ মুখরিত করে তোলা হয়। মিছিলে উপস্থিত সকলের মাথায় রঙ্গিন টুপি র্যালিটিকে আরো বর্ণিল করে তুলে।
এক বিবৃতিতে মাসুদুজ্জামান মাসুদ বলেন, ৭ নভেম্বর বাংলাদেশের ইতিহাসে স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষার এক অবিস্মরণীয় দিন। এই দিনে সিপাহী-জনতার ঐক্য জাতিকে নতুন দিশা দেখিয়েছিল। আজ আবার সেই জাতীয়তাবাদী চেতনা ও গণতন্ত্র পুনরুদ্ধারের আহ্বান জানাই। দীর্ঘদিন ধরে জনগণের ভোটাধিকার হরণ, গুম-খুন, দমননীতি ও একদলীয় শাসনের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলছি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দৃঢ় নেতৃত্ব ও জননেতা তারেক রহমানের দিকনির্দেশনায় আমরা একটি গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও মানবিক বাংলাদেশ গড়ে তুলব। সময় এসেছে দলমত নির্বিশেষে সকল দেশপ্রেমিক শক্তিকে ঐক্যবদ্ধ করার - গণতন্ত্র ও জনগণের অধিকার পুনরুদ্ধারের এই সংগ্রামে আমরা কেউ পিছু হটব না।
নেতৃবৃন্দ তাঁদের বক্তব্যে বলেন, “দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা এবং রাষ্ট্র কাঠামো মেরামতের লড়াইয়ে আমরা ঐক্যবদ্ধ। বিএনপি নেতা মাসুদুজ্জামান মাসুদের নেতৃত্বে এই আন্দোলন আরও বেগবান হবে। নারায়ণগঞ্জ-৫ আসনের জনগণ বিএনপির প্রতি যে আস্থা ও ভালোবাসা প্রকাশ করেছে, তা আজকের এই সমাবেশে প্রমাণিত হয়েছে। এই ঐক্য, এই উদ্দীপনাই আমাদের প্রকৃত শক্তি।
আজকের অনুষ্ঠানে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুস সবুর খান সেন্টু এবং নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন আনু।
অনুষ্ঠানকে সফল করতে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্যবৃন্দ অ্যাডভোকেট বিল্লাল হোসেন, মনোয়ার হোসেন শোখন, মো. আলমগীর হোসেন, শহিদুল ইসলাম রিপন, ফারুক আহম্মদ রিপন, অ্যাডভোকেট শরীফুল ইসলাম শিপলু, সাখাওয়াত ইসলাম রানা ও মো. ফারুক হোসেন সহ বিভিন্ন অংঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা।
র্যালি শেষে স্থানীয় জনগণের মাঝে তারেক রহমান প্রণীত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা লিফলেট বিতরণ করা হয় এবং দেশের স্বাধীনতা, গণতন্ত্র ও সংহতির পক্ষে ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার ব্যক্ত করা হয়।








































আপনার মতামত লিখুন :