সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হওয়া ‘হ্যালো গাইস’ ডায়ালগে আলোচিত নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবকদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া। নারায়ণগঞ্জ-৫ আসনে জাকির খানের সমর্থন নিয়ে মনোনয়ন প্রত্যাশি ছিলেন এই নেতা। সেই নেতা জিয়াকে উদ্দেশ্যে করে মঙ্গলবার রাতে গুলি করেছেন তাদের সমর্থিত এক নেতা। গুলি করা ব্যক্তি একটি রাজনৈতিক দলের সাংস্কৃতিক সংগঠনের শীর্ষ নেতা। এছাড়া তিনি নিজেও জাকির খানের অনুসারী জানা গেছে।
জানা গেছে, নারায়ণগঞ্জ শহরের ২নং রেলগেইটস্থ এলাকার ইন্টারনেট ব্যবসায় আধিপত্য বিস্তারে জিয়া নেতৃত্বে একটি দল নতুন করে সংযোগ দেয়া শুরু করে। এর প্রেক্ষিতে উচ্ছেদকৃত ইন্টারনেট ব্যবসায়ীরা জাকির খান সমর্থিত এক শীর্ষ নেতার কাছে আশ্রয় নিলে মঙ্গলবার রাত সাড়ে ৮টায় নয়ামাটি এলাকাতে এলাকায় হট্টগোল সৃষ্টি হয়। এক পর্যাযে বাকবিতন্ডতায় জের ধরে জিয়া উদ্দেশ্যে করে এক রাউন্ড গুলি করেন ওই নেতা।
তাৎক্ষনিক গুলির শব্দে মার্কেট ও আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এতে অধিকাংশ ব্যবসায়ী দোকানপাট বন্ধ করে নিরাপদ স্থানে সরে যান। ঘটনার পর জিয়াউর রহমান জিয়ার মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়। তিনি এখন কোথায় আছেন, এমন নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
আরও জানা যায়, ইন্টারনেট ব্যবসাকে কেন্দ্র করে সাম্প্রতিক সময়ে নগরে গ্রুপিং ও উত্তেজনা বাড়ছে। প্রকাশ্যে মারধর ও গুলির মতো ঘটনা নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন প্রশ্ন তুলছে। এমন ঘটনায় নারায়ণগঞ্জ সদর থানার ডিউটি অফিসার অসীম মন্ডল জানান, গোলাগুলির ঘটনায় এখনো পর্যন্ত কেউ থানা পুলিশকে অবহিত করেন নাই বা অভিযোগ দেন নাই। ফলে এই ঘটনায় আমাদের কাছে কোন তথ্য নেই।








































আপনার মতামত লিখুন :