নারায়ণগঞ্জ মহানগর বিএনপি সাবেক সাধারণ সম্পাদক এটিএম কামাল, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের দুই কাউন্সিলর ও ফতুল্লা থানা বিএনপি সাবেক সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরীকে রেখে বহিস্কৃত সকল নেতাদের প্রত্যাহার করে নিয়েছেন বিএনপি। পৃথক বিজ্ঞপ্তিতে ইতোমধ্যে নারায়ণগঞ্জ একাধিক শীর্ষ পর্যায়ে নেতা সহ তৃণমূল পর্যন্ত নেতাদের বহিস্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে।
২০২২ সালের ১৯ জানুয়ারি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নির্বাচন শেষে এটিএম কামালকে মহানগর বিএনপি সাধারণ সম্পাদক সহ প্রাথমিক সদস্য পদ বহিস্কার করেন কেন্দ্রীয় কমিটি। একই সাথে তৎকালীন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও জেলা বিএনপি আহবায়ক তৈমূর আলম খন্দকারকে বহিস্কার করা হয়। এরপর দীর্ঘ সময়ের পর বিএনপি ছেড়ে তৃনমূল বিএনপি যোগ দিয়ে কেন্দ্রীয় মহাসচিব হন তৈমূর। অন্যদিকে বহিস্কার হওয়ার ২০ দিনের মাথায় স্ত্রীকে নিয়ে আমেরিকা চলে যান এটিএম কামাল।
এদিকে জাতীয় পার্টির প্রার্থীর মঞ্চে থাকা কারণে মহানগর বিএনপি সাবেক দপ্তর সম্পাদক ও নাসিক কাউন্সিলর হান্নান সরকার, সাবেক কাউন্সিলর সুলতান আহম্মেদ ও সাবেক কাউন্সিলর বিএনপি নেতা গোলাম নবী মুরাদকে বহিস্কার করা হয়। একই বিজ্ঞপ্তিতে তাদের সাথে বহিস্কার হন মহানগর বিএনপি অব্যাহতিপ্রাপ্ত যুগ্ম আহবায়ক আতাউর রহমান মুকুল ও সাবেক কাউন্সিলর শওকত হাসেম শকু। এদের মধ্যে মুকুল, শকু ও মুরাদের বহিস্কারাদেশ প্রত্যাহার করেছে কেন্দ্রীয় বিএনপি।
সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি সাবেক সদস্য সচিব ইকবাল হোসেন বহিস্কার প্রত্যাহার হলেও ফতুল্লা থানা বিএনপি সাবেক সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরীকে এখনো বহিস্কার বহাল রয়েছে।








































আপনার মতামত লিখুন :