News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা সোমবার, ০১ ডিসেম্বর, ২০২৫, ১৭ অগ্রহায়ণ ১৪৩২

খালেদা জিয়া দোয়ায় দুই ভাগে বিএনপি


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম প্রকাশিত: ডিসেম্বর ১, ২০২৫, ১০:০৮ পিএম খালেদা জিয়া দোয়ায় দুই ভাগে বিএনপি

বিএনপি প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সহধর্মিনী দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার অবস্থা বর্তমানে সঙ্কটাপন্ন জানিয়েছেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও চিকিৎসকরা। যার কারণে দেশব্যাপী বিএনপি ও অঙ্গসংগঠন সহ সাধারণ মানুষ বেগম জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া আয়োজন চলমান রয়েছেন। গুরুতর অসুস্থ ও সঙ্কটাপন্ন থেকে মুক্তি চেয়ে মসজিদ মাদ্রাসায় দোয়া ও মন্দির-গীর্জায় প্রার্থনা করা হয়েছে। কিন্তু নারায়ণগঞ্জ মহানগর বিএনপি আহবায়ক কমিটি, দলের মনোনীত প্রার্থী ও বঞ্চিতরা দুই ভাগে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া আয়োজন করেছেন। এতে দলের চেয়ারপার্সন নিয়েও বিএনপি নেতা মনোনীত প্রার্থী মধ্যে দূরত্ব আরো প্রকাশ্যে রূপ হওয়া সমলোচনা সৃষ্টি হয়েছে। বিএনপি নেতা ও মনোনীত প্রার্থী মুখে বেগম জিয়ার রোগমুক্তি কামনায় সাধারণ মানুষের কাছে দোয়া চেয়েছেন। বেগম জিয়া এমন মৃত্যুতে ক্ষমতাচ্যুত আওয়ামীলীগকে এর দায়ভার নিতে হবে বলে মন্তব্যে করেছেন বিএনপি নেতারা।

জানা গেছে, ৩০ নভেম্বর বিকালে মিশনপাড়া হোসিয়ারি সমিতির কমিউনিটি সেন্টার প্রাঙ্গণে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি ব্যানারে আহবায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান সভাপতিত্বে মনোনয়ন বঞ্চিতরা ও দক্ষিণ রেলিবাগানে মহানগর বিএনপি সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপুর সভাপতিত্বে নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মাসুদুজ্জামান মাসুদ উপস্থিতিতে দোয়া ও মিলাদ আয়োজন করা হয়। এতে দুই ভাগে মহানগর বিএনপি আহবায়ক কমিটি ও সাবেক নেতারা উপস্থিত ছিলেন।

মহানগর বিএনপি : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় মহানগর বিএনপি আহবায়ক সাখাওয়াত হোসেন খানের দোয়া পরিচালনায় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও মহানগর বিএনপি নেতা প্রাইম গ্রুপের চেয়ারম্যান আবু জাফর আহমেদ বাবুল, বিএনপির জাতীয় নির্বাহী কমিটি সদস্য নারায়ণগঞ্জ-৫ আসনের সাবেক সংসদ সদস্য আবুল কালাম, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কাউসার আশা। মাহফিলে দেশনেত্রী বেগম খালেদা জিয়া যেন দ্রুত সুস্থ হয়ে আবার সকলের মাঝে ফিরে আসতে পারেন এবং দেশবাসীর কল্যাণে ভূমিকা রাখতে পারেন সেই কামনা করে আল্লাহর কাছে দোয়া করা হয়।

মনোনীত প্রার্থী : সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মাসুদুজ্জামানের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। শহরের দক্ষিণ রেলিবাগান, ১৫ নং ওয়ার্ডে আয়োজিত এ দোয়া মাহফিলের সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু। প্রার্থী মাসুদুজ্জামান বলেন, আমাদের দেশমাতা, গণতন্ত্রের মা- বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে নির্যাতিত এই জননেত্রী আজ অত্যন্ত সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর সুস্থতা কামনাই আমাদের আজকের প্রার্থনা। এই মা তাঁর স্বামী হারিয়েছেন, সন্তান হারিয়েছেন, কারাবরণ করেছেন, শারীরিক ও মানসিক নির্যাতন সহ্য করেছেন। দেশনেত্রীর জন্য সারা দেশের মানুষের কান্না ও প্রার্থনার কথা উল্লেখ করে তিনি আরও বলেন, আজ শুধু বিএনপি নয় সারা বাংলাদেশের মানুষ তাঁর জন্য দোয়া করছেন। কোটি মানুষের এই প্রার্থনা আল্লাহ নিশ্চয়ই কবুল করবেন। আমরা চাই আল্লাহ তাঁকে সুস্থতা দান করুন, হায়াতে ত্বয়্যিবা দান করুন যাতে তিনি আবার আমাদের মাঝে ফিরে এসে জনগণের নেতৃত্ব দিতে পারেন।

Islam's Group