News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫, ১০ পৌষ ১৪৩২

নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন সাবেক এমপি কালাম


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: ডিসেম্বর ২৪, ২০২৫, ০৭:২০ পিএম নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন সাবেক এমপি কালাম

নারায়ণগঞ্জ-৫ (সদর ও বন্দর) আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন অত্র আসনে বিএনপি দলীয় সাবেক এমপি এডভোকেট আবুল কালাম। বুধবার আবুল কালাম মনোনয়ন পেয়েছেন বলে জানা গেছে। 

জানা গেছে, বিএনপির প্রাথমিক তালিকায় নারায়ণগঞ্জ-৫ (সদর ও বন্দর) আসনে বিএনপির মনোনয়ন পেয়েছিলেন শিল্পপতি মাসুদুজ্জামান মাসুদ। তবে সেসময় অত্র আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ৪ জন সাবেক এমপি এডভোকেট আবুল কালাম, মহানগর বিএনপি নেতা ও প্রাইম গ্রুপের চেয়ারম্যান আবু জাফর আহাম্মেদ বাবুল,  মহানগর বিএনপির আহবায়ক এডভোকেট সাখাওয়াত হোসেন খান ও সদস্য সচিব এডভোকেট আবু আল ইউসুফ খান টিপু শিল্পপতি মাসুদের মনোনয়নের বিরোধীতা করে একজোট হন। তবে কয়েকদিনের ব্যবধানে মহানগরের সদস্য সচিব এডভোকেট আবু আল ইউসুফ খান টিপু শিল্পপতি মাসুদের পতাকাতলে শামিল হন। 

গত ১৬ ডিসেম্বর আকস্মিক সংবাদ সম্মেলন করে নিরাপত্তা জনিত কারণ দেখিয়ে নির্বাচন না করার ঘোষণা দেন মাসুদুজ্জামান মাসুদ। এতে করে অত্র আসনে বিএনপির প্রার্থীতা নিয়ে নাটকীয়তা দেখা দেয়। পরে মাসুদের অনুগামীরা তাকে প্রার্থীতা বহালের দাবি জানিয়ে আন্দোলন করতে থাকলে ১৯ ডিসেম্বর আবারো নির্বাচন করার ঘোষণা দেন মাসুদুজ্জামান মাসুদ। তবে এই নাটকীয়তার রেশ কাটতে না কাটতে ২০ ডিসেম্বর অত্র আসনে মনোনয়ন প্রত্যাশী মহানগর বিএনপির আহবায়ক এডভোকেট সাখাওয়াত হোসেন খান ও তার অনুগামীরা পোস্ট দিতে থাকেন দল থেকে মহানগর বিএনপির আহবায়ক এডভোকেট সাখাওয়াত হোসেন খানকে মনোনয়ন দেয়া হয়েছে। সাখাওয়াত দলের মনোনয়নের জন্য জামানতের ৫৫ হাজার টাকা জমা দেয়ার স্লিপের ছবিও সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে পোস্ট দেন। তবে সেসময় শিল্পপতি মাসুদুজ্জামান মাসুদও গণমাধ্যমকে জানান প্রাথমিক তালিকা অনুযায়ী তিনিই বহাল রয়েছেন। এরপর থেকে অত্র আসনে বিএনপির দুই প্রার্থী মাসুদুজ্জামান মাসুদ ও এডভোকেট সাখাওয়াত হোসেন খান বিএনপি মনোনীত প্রার্থী পরিচয়ে প্রচারণা চালিয়ে আসছিলেন। 

উল্লেখ্য নারায়ণগঞ্জ-৫ আসনে ইতোপূর্বে ৩ বার এমপি নির্বাচিত হয়েছেন এডভোকেট আবুল কালাম। তিনি একাধিকবার মহানগর বিএনপির সভাপতি পদেও দায়িত্ব পালন করেছেন। 

Ad Placement 1
Ad Placement 2
Islam's Group