News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫, ১০ পৌষ ১৪৩২

৭৩ বছরে ইত্তেফাক, নারায়ণগঞ্জে কেক কাটা


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: ডিসেম্বর ২৪, ২০২৫, ০৭:১৮ পিএম ৭৩ বছরে ইত্তেফাক, নারায়ণগঞ্জে কেক কাটা

নারায়ণগঞ্জে উৎসাহ-উদ্দীপনায় দৈনিক ইত্তেফাকের ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। বুধবার দুপুরে বন্দর প্রেসক্লাবে গণমাধ্যম কর্মী এবং সুধীজনদের নিয়ে দোয়া ও কেক কেটে দিবসটি পালন করা হয়।

ইত্তেফাকের নারায়ণগঞ্জ প্রতিনিধি এম এ খান মিঠুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা তথ্য অফিসার কামরুজ্জামান রুমন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষানুরাগী এরিক সরকার, নারায়ণগঞ্জে পত্রিকা পরিবেশক কামরুল আনম কাজল, তানজিম আহমেদ, ইত্তেফাকের বন্দর সংবাদদাতা নাসির উদ্দিন, বন্দর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মহিউদ্দিন সিদ্দিক, প্রবীণ সাংবাদিক আবুল হোসেন, মো. কবির হোসেন, ইত্তেফাকের নারায়ণগঞ্জের ফটো সাংবাদিক তাপস সাহা প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে জেলা তথ্য কর্মকর্তা কামরুজ্জামান রুমন বলেন, একজন সাংবাদিক তার জ্ঞান চর্চার মধ্যদিয়ে নিজের পাশাপাশি সংবাদপত্রকে বিকশিত করেন। দৈনিক ইত্তেফাক দেশের স্বাধীনতা সংগ্রামের মুখপত্র হিসেবে কাজ করেছে। দীর্ঘ ৭৩ বছর পত্রিকাটি দাপটের সঙ্গে নিজের অবস্থান ধরে রেখে পাঠকের হৃদয়ে টিকে আছে।

অন্যান্য বক্তারা ইত্তেফাককে নিয়ে নিজেদের স্মৃতিচারণ করে উত্তরোত্তর এর সমৃদ্ধি ও সাফল্য কামনা করেন।

সভাপতির বক্তব্যে জেলা প্রতিনিধি এম এ খান মিঠু অবসরে যাওয়া জেলার স্টাফ রিপোর্টার হাবিবুর রহমান বাদলের কথা স্মরণ করে বলেন, তিনি ইত্তেফাকের হয়ে অনেক কাজ করে গেছেন। জন্মদিনের এই শুভক্ষনে পাঠক, শুভানুধ্যায়ী, বিজ্ঞাপন দাতাদের ধন্যবাদ জ্ঞাপন করেন তিনি। সেই সঙ্গে আগামী দিনে পাঠকের চাহিদা অনুযায়ী সংবাদ পরিবেশনের প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানের শেষে দৈনিক ইত্তেফাকের প্রতিষ্ঠাতা তফাজ্জল হোসেন মানিক মিয়ার রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।

Ad Placement 1
Ad Placement 2
Islam's Group