বাংলাদেশের ভবিষ্যৎ রাষ্ট্রব্যবস্থা, গণতন্ত্র ও নাগরিক জীবনের রূপরেখা নিয়ে সাধারণ মানুষের চিন্তা, আশা ও প্রত্যাশা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিকট উপস্থাপনের লক্ষ্যে নারায়ণগঞ্জে অনুষ্ঠিত হয়েছে ুকেমন বাংলাদেশ চাই তারেক রহমানকে লিখুন” শীর্ষক জনমত সংগ্রহ কর্মসূচি। নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মাসুদুজ্জামানের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচির ২৪ ডিসেম্বর ২০২৫, দুই দিনব্যাপী আয়োজনের দ্বিতীয় দিনের মতো নারায়ণগঞ্জ শহরের গুরুত্বপূর্ণ দুটি স্থান চাষাঢ়ায় শহীদ মিনার ও সিটি পার্ক এলাকায় দিনব্যাপী কার্যক্রম পরিচালিত হয়।
এই কর্মসূচিতে নারায়ণগঞ্জের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। শিক্ষার্থী, তরুণ, শ্রমজীবী, ব্যবসায়ী, চাকরিজীবী, নারী ও প্রবীণ নাগরিকরা লিখিত আকারে তাদের মতামত, প্রস্তাব ও প্রত্যাশা তুলে ধরেন। দেশের বর্তমান রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক বাস্তবতার আলোকে অংশগ্রহণকারীরা একটি কাঙ্ক্ষিত ও জনবান্ধব বাংলাদেশের স্বপ্ন ও চাহিদার কথা ব্যক্ত করেন।
জনমতগুলোতে একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার জোরালো দাবি উঠে আসে। জনগণের ভোটাধিকার নিশ্চিত করা, আইনের শাসন প্রতিষ্ঠা, বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতা, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর জবাবদিহিতা এবং মতপ্রকাশের স্বাধীনতা সংরক্ষণের বিষয়গুলো বিশেষ গুরুত্ব পায়। একই সঙ্গে দুর্নীতিমুক্ত প্রশাসন, স্বচ্ছতা ও কার্যকর সুশাসনের প্রয়োজনীয়তার কথাও স্পষ্টভাবে উঠে আসে।
এছাড়াও বিগত ফ্যাসিবাদী শাসনের সময় সংঘটিত নির্যাতন ও হত্যাকাণ্ডের বিচার, পাচারকৃত অর্থ দেশে ফিরিয়ে আনা, অপরাধীদের জবাবদিহি নিশ্চিত করা, দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ, কর্মসংস্থান সৃষ্টি ও বেকারত্ব হ্রাসের দাবি জানান অংশগ্রহণকারীরা। শিল্প ও বিনিয়োগবান্ধব পরিবেশ গড়ে তোলা, শিক্ষা ও স্বাস্থ্য খাতে মানসম্মত ও সাশ্রয়ী সেবা নিশ্চিত করা, গ্রাম ও শহরের বৈষম্য কমানো, শ্রমজীবী ও নিম্ন আয়ের মানুষের জীবনমান উন্নয়ন, নারীর নিরাপত্তা ও মর্যাদা রক্ষা এবং তরুণ-যুবকদের জন্য সম্ভাবনাময় ও কর্মমুখর ভবিষ্যৎ নির্মাণের প্রত্যাশাও মতামতে প্রতিফলিত হয়।
এই কর্মসূচির মাধ্যমে সংগৃহীত সকল মতামত সংকলন করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নিকট পৌঁছে দেওয়ার প্রস্তুতি নেওয়া হয়েছে। জনগণের সরাসরি ভাবনা ও চাহিদাকে ভবিষ্যৎ রাজনৈতিক কর্মপরিকল্পনা ও রাষ্ট্রচিন্তায় অন্তর্ভুক্ত করার লক্ষ্যেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
দিনব্যাপী এই জনমত সংগ্রহ কর্মসূচিতে সাধারণ মানুষের ব্যাপক ও ইতিবাচক সাড়া লক্ষ্য করা যায়। নাগরিকদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে মত প্রকাশের এই আয়োজন গণতান্ত্রিক চর্চাকে আরও সুদৃঢ় করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।


































আপনার মতামত লিখুন :