ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনে কমিউনিস্ট পার্টির মনোনীত প্রার্থী হাফিজুল ইসলাম, নারায়ণগঞ্জ- ৪ (ফতুল্লা) আসনে ইকবাল হোসেন ও নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনে বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মন্টু ঘোষ মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)'র জেলা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা শিবনাথ চক্রবর্তী ও সাধারণ সম্পাদক এম এ শাহীন এর নেতৃত্বে প্রার্থীসহ নেতাকর্মীরা বুধবার ২৪ ডিসেম্বর বিকেল ৩ টায় নারায়ণগঞ্জ জেলা নির্বাচন অফিস থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন। এসময় সিপিবি' জেলার সম্পাদক মন্ডলীর সদস্য আ. হাই শরীফ, সুজয় রায় চৌধুরীসহ দলের অন্যান্য নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।
মনোনয়নপত্র সংগ্রহের পর নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ প্রার্থী হাফিজুল ইসলাম বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বানচাল করার জন্য স্বাধীনতা বিরোধী অপশক্তি ও উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠী মবসন্ত্রাস, অগ্নিসংযোগ ও মানুষ হত্যার মতো জঘন্যতম ঘটনা ঘটিয়ে জনমনে ভীতি সৃষ্টি করছে। এই পরিস্থিতিতে ত্রয়োদশ জাতীয় নির্বাচন সুষ্ঠু হবে কিনা তা নিয়ে জনমনে সন্দেহ দেখা দিয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি করে মব সন্ত্রাসী, অগ্নিসংযোগকারী ও খুনিদের গ্রেফতার এবং শাস্তি প্রদানের মধ্যদিয়ে জনমনে স্বস্তি ফেরাতে হবে।
নারায়ণগঞ্জ-৪ আসনের প্রার্থী ইকবাল হোসেন বলেন, মুক্তিযুদ্ধের চেতনা ও ২৪'শের জুলাই গণ-অভ্যুত্থানের আকাঙ্খার বিপরীতে উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠী স্বাধীনতা বিরোধী অপশক্তি দেশকে পিছনের দিকে নেয়ার উদ্দেশ্য জাতীয় নির্বাচন বানচাল করার চেষ্টায় লিপ্ত হয়েছে। সারাদেশে নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করছে। এদের বিরুদ্ধে গণ-প্রতিরোধ গড়ে তোলতে হবে। মহান মুক্তিযুদ্ধ ও জুলাই গণ-অভ্যুত্থানের আকাঙ্খা বাস্তবায়নের লক্ষ্যে গণতন্ত্রের ধারায় এগিয়ে নিতে হবে। সন্ত্রাস, চাঁদাবাজ, দুর্নীতিবাজ ও লুটপাটকারীদের প্রত্যাখ্যান করে গণমানুষের পক্ষে কাস্তের মার্কার প্রার্থীদের ভোট দিয়ে নির্বাচিত করার আহ্বান জানিয়েছেন।
নারায়ণগঞ্জ-৫ আসনে প্রার্থী বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মন্টু ঘোষ বলেন, নির্বাচনে পেশিশক্তি ও কালো টাকার ব্যবহার বন্ধ করে সমতাভিত্তিক (লেভেল প্লেয়িং ফিল্ড) পরিবেশ নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকারকে দ্রুত পদক্ষেপ নিতে হবে। যাতে সাধারণ ভোটাররা নির্ভয়ে স্বাচ্ছন্দ্যে উৎসবমুখর পরিবেশে ভোট কেন্দ্রে গিয়ে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে বাড়ি ফিরতে পারে। সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের মধ্য দিয়ে জনগণের ভোটে নির্বাচিত গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠায় সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।


































আপনার মতামত লিখুন :