News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫, ১০ পৌষ ১৪৩২

বন্দরে শিশু কন্যাসহ গৃহবধূ ৬দিন ধরে নিখোঁজ


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | বন্দর প্রতিনিধি প্রকাশিত: ডিসেম্বর ২৪, ২০২৫, ০৯:৪৫ পিএম বন্দরে শিশু কন্যাসহ গৃহবধূ ৬দিন ধরে নিখোঁজ

 বন্দরে ৪ বছরের শিশুকন্যাসহ ফাতেমা রিফাত মিতু (২৪) নামে এক গৃহবধূ নিখোঁজ রয়েছে। গত ৬ দিন ধরে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে না পেয়ে পরিবারের সদস্যদের মাঝে শংকা বিরাজ করছে। গত বৃহস্পতিবার ১৮ ডিসেম্বর সকাল সাড়ে ১০টায় মাথা ব্যথার চিকিৎসার জন্য শহরের ভিক্টোরিয়া হাসপাতালের উদ্দেশ্যে তার নানীর বাড়ি বন্দরের এনায়েতনগর এলাকা থেকে বের হয় এরপর থেকে মা-মেয়ে নিখোঁজ হয় বলে তার পরিবারের পক্ষ থেকে জানানো হয়। 

এ ঘটনায় নিখোঁজ ফাতেমা রিফাত মিতুর খালা রুমা ইসলাম বাদী হয়ে ২৩ ডিসেম্বর মঙ্গলবার দুপুরে বন্দর থানায় একটি সাধারণ ডায়েরী করেন। যার নং ১৮৮২। ডায়েরীতে উল্লেখ করা হয়, নারায়ণগঞ্জ শহরের সৈয়দপুর এলাকার বিল্লাল হোসেনের পুত্র রাজমিস্ত্রি জুয়েলের স্ত্রী ফাতেমা রিফাত মিতু তার একমাত্র কন্যা সন্তান সুমাইয়াকে নিয়ে সপ্তাহ খানেক পূর্বে বন্দরের ২১নং ওয়ার্ডের এনায়েতনগরস্থ তার নানীর বাড়িতে বেড়াতে যায়। ফাতেমা রিফাত মিতু তার মাথা ব্যথার চিকিৎসা করানোর জন্য গত বৃহস্পতিবার নানীর বাড়ি থেকে কন্যাকে নিয়ে হাসপাতালের উদ্দেশ্যে রওনা হয়। হাসপাতাল থেকে ফিরে আসতে বিলম্ব হওয়ায় দুপুরে তার স্বামী জুয়েল, খালা রুমা ইসলাম তার মোবাইলে কল দিলে মোবাইল ফোনটি বন্ধ পায়। পরে তারা হাসপাতালসহ বিভিন্ন স্থানে ৬দিন ধরে খোঁজাখুঁজি করে না পেয়ে মঙ্গলবার দুপুরে নিখোঁজ গৃহবধূর খালা রুমা ইসলাম বাদী হয়ে বন্দর থানায় একটি সাধারণ ডায়েরী করেন।

Ad Placement 1
Ad Placement 2
Islam's Group