News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫, ১০ পৌষ ১৪৩২

তারেক রহমানকে বরণের জন্য প্রস্তুত নারায়ণগঞ্জ বিএনপি


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: ডিসেম্বর ২৪, ২০২৫, ০৯:৫৬ পিএম তারেক রহমানকে বরণের জন্য প্রস্তুত নারায়ণগঞ্জ বিএনপি

দীর্ঘ ১৭ বছরের প্রতিক্ষার পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন। আর তাকে স্বাগত জানানোর জন্য প্রস্তুত রয়েছে সারাদেশবাসী। বিশেষ করে তারেক রহমানের আগমনের দিনটি নারায়ণগঞ্জবাসীর জন্য আরও অনেক বেশি স্মরণীয়। কারণ তারেক রহমান আগমনী বার্তা দিবেন নারায়ণগঞ্জের রূপগঞ্জের কাছাকাছি জায়গায়।

ফলে তারেক রহমান আগমনকে স্মরণীয় করে রাখার জন্য নারায়ণগঞ্জবাসীও পস্তুত নিতে করেছেন। বিশেষ করে বিএনপি দলীয় নেতাকর্মীরা আগের দিন থেকেই সমাবেশস্থলে উপস্থিত হয়ে যাবেন। এদিন তারেক রহমানকে সংবর্ধনা দিতে রূপগঞ্জের কাছাকাটি ৩০০ ফিট এলাকায় বিশাল আয়োজন করা হচ্ছে। আর এই আয়োজনের ভার নারায়ণগঞ্জবাসীকেও বহন করতে হবে।

এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি বলেন, নারাণগঞ্জ জেলা যুবদলের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে আমাদের নেতা তারেক রহমানকে বরণ করবো। ঢাকার পাশ্ববর্তী জেলা হিসেবে আমাদের সর্বোচ্চ প্রস্তুতি রয়েছে। আমরা বলতে পারি এমন কোনো একজন নেতাকর্মী বাদ যাবে না সেদিনের অনুষ্ঠানে যাবেন না।

নারায়ণগঞ্জ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান ভূইয়া দিপু বলেন, আমাদের উপরে অনেক দায়িত্ব পড়ে গেছে। এখানে সারা বাংলাদেশ থেকেই লোক আসছে। আশা করা যাচ্ছে সেদিন প্রায় ৪০ থেকে ৫০ লাখ লোক আসবে। তাদের অধিকাংশই লোক রূপগঞ্জে থাকবে। আমরা তাদের আপ্যায়নের চেষ্টা করবো। মেডিকেল ক্যাম্পের ব্যবস্থা করেছি। রূপগঞ্জের মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে তারেক রহমানকে বরণ করার জন্য। আশা করি রূপগঞ্জেরই প্রায় লাখের লোক থাকবে তারেক রহমান রহমানকে বরণ করার জন্য।  

জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ বলেন, আমাদের নেতা তারেক রহমান দীর্ঘ ১৭ বছর পর দেশে আসছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানকে ঘিরে ১৮ কোটি মানুষ অপেক্ষা করছে। তিনি বাংলাদেশের মাটিতে পা রাখবেন এটা আমাদের জন্য অত্যন্ত আনন্দের দিন। তবে আমাদের আনন্দের বহিঃপ্রকাশ দেখাতে পারছি না; কারণ আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ। কিন্তু আমাদের মনের মধ্যে যে উচ্ছ্বাস সেটার বহিঃপ্রকাশ ঘটবে সেদিনের উপস্থিতির মধ্যে দিয়ে।

তিনি আরও বলেন, তারেক রহমান নারায়ণগঞ্জের রূপগঞ্জে আগমনী বার্তা দিবেন। আমরা তার আগমনকে কেন্দ্র করে আমরা আরও বেশি আনন্দিত। আমাদের নেতাকর্মীরা আগের দিন রাতেই সেখানে উপস্থিত হবেন। সেদিন প্রত্যেকটা মানুষের জন্য হবে ঐতিহাসিক দিন। আমরা নারায়ণগঞ্জের সর্বস্তরের মানুষ তার অপেক্ষায় রয়েছি। সকলেই চাইবে তাদের অবস্থান জানানোর জন্য। আমাদের ব্যাপক প্রস্তুতি রয়েছে।

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, আমরা আমাদের নেতাকে বরণ করার জন্য প্রস্তুত রয়েছি। বিএনপি সহ বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা প্রস্তুত রয়েছে। সকলেই যার যার মতো করে চলে যাবেন। আমরা মহানগর বিএনপির পক্ষ থেকে এদিন সকালে প্রায় দুই শতাধিক বাস ছেড়ে যাবে ঢাকার উদ্দেশ্য।

প্রসঙ্গত, তারেক রহমান তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের আমলে ২০০৮ সালে কারাগার থেকে বেরিয়ে সপরিবারে যুক্তরাজ্যে যান। ২০১২ সালে তিনি সেখানে রাজনৈতিক আশ্রয়ে আবেদন করেন এবং এক বছরের মধ্যে সেটি গৃহীত হয়। তারপর আর দেশে ফেরা হয়নি তার। তার স্ত্রী ডা. জুবাইদা রহমান প্রয়োজনে কয়েকবার দেশে আসতে পারলেও তিনি পারেননি।

Ad Placement 1
Ad Placement 2
Islam's Group