News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫, ১০ পৌষ ১৪৩২

মুরুব্বি কালাম সাহেবকে বিজয়ী করবো : বাবুল


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: ডিসেম্বর ২৪, ২০২৫, ০৭:৪৭ পিএম মুরুব্বি কালাম সাহেবকে বিজয়ী করবো : বাবুল

 নারায়ণগঞ্জ মহানগর বিএনপির নেতা আবু জাফর আহমেদ বাবুল বলেছেন, আমরা সকলে ধানের শীষকে জয়যুক্ত করবো। আমাদের সকলের মুরুব্বি আবুল কালাম সাহেবকে ধানের শীষ মার্কায় জয়যুক্ত করবো।

বুধবার (২৪ ডিসেম্বর) নারায়ণগঞ্জের বন্দরে নবীগঞ্জ দরগাহে দোয়া মাহফিল শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি।

তিনি বলেন, এতদিন নারায়ণগঞ্জ-৫ আসন নিয়ে অনেক কিছু হয়েছে। আমরা দৃঢ় প্রতিজ্ঞ ও ঐক্যবদ্ধ ছিলাম যে মনোনয়ন আমাদের মধ্যে থেকে কেউ পাবো। ইতিমধ্যে অ্যাডভোকেট সাখাওয়াত একা একা কী করেছে জানি না। বিভিন্ন জায়গায় তিনি প্রচার করেছেন। তবে অ্যাডভোকেট আবুল কালামের ওপর দল দায়িত্ব দিয়েছে। আপনারা দোয়া করবেন। আপনারা আমাদের সাথে থাকবেন। আমরা একজোট হয়ে কাজ করবো। আমরা কোন কোন্দল চাই না। আমরা সকলে ধানের শীষের জন্য ও অ্যাডভোকেট আবুল কালামের জন্য কাজ করবো। নারায়ণগঞ্জে আমার অফিস আছে। সেখানেই নির্বাচন পরিচালনা হবে। আপনারা সেই অফিসটি ব্যাবহার করবেন আশা করি।

Ad Placement 1
Ad Placement 2
Islam's Group