News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫, ১০ পৌষ ১৪৩২

তুঙ্গে রয়েছেন দিপু ভুঁইয়া


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: ডিসেম্বর ২৩, ২০২৫, ১০:০৭ পিএম তুঙ্গে রয়েছেন দিপু ভুঁইয়া

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জের রাজনীতিতে ক্রমেই প্রভাবশালী হয়ে উঠছেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু। চারটি আসনে বিএনপির প্রার্থী ঘোষণার পর নারায়ণগঞ্জ-১ আসন (রূপগঞ্জ) ঘিরে সবচেয়ে ইতিবাচক ও শান্ত চিত্র দেখা যাচ্ছে এই প্রার্থীর ক্ষেত্রেই।

নির্বাচনী তফসিল ঘোষণার আগেই ধারাবাহিক কর্মসূচির মাধ্যমে মাঠ গরম রাখতে সক্ষম হন দিপু ভুঁইয়া। তফসিল ঘোষণার পরও সেই ধারাবাহিকতা বজায় রেখে গত ২২ ডিসেম্বর তিনি মনোনয়নপত্র সংগ্রহ করেন। যখন জেলার অন্যান্য আসনে মনোনয়ন নিয়ে দ্বন্দ্ব, পাল্টাপাল্টি কর্মসূচি ও প্রার্থীতা বাতিলের দাবিতে আন্দোলন চলছে, ঠিক তখনই রূপগঞ্জে দেখা গেছে সম্পূর্ণ ভিন্ন চিত্র।

এই আসনে বিএনপির আরেক মনোনয়নপ্রত্যাশী ছিলেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক নেতা কাজী মনিরুজ্জামান মনির। তবে প্রতিদ্বন্দ্বিতার পরিবর্তে ঐক্যের নজির স্থাপন করে সম্প্রতি এক মঞ্চে দিপু ভুঁইয়ার প্রতি প্রকাশ্য সমর্থন জানান তিনি। এর ফলে রূপগঞ্জে বিএনপির রাজনীতিতে ঐক্যের বার্তা ছড়িয়ে পড়ে এবং দিপু ভুঁইয়ার নির্বাচনী পথ আরও মসৃণ হয়।

গত ৫ নভেম্বর সন্ধ্যায় রূপসীর কাজীপাড়ায় কাজী মনিরুজ্জামান মনিরের বাসভবনে অনুষ্ঠিত কর্মিসভায় এই ঐক্যের দৃশ্য স্পষ্ট হয়। হাজারো নেতাকর্মীর উপস্থিতিতে একই মঞ্চে ওঠেন মনোনয়নবঞ্চিত কাজী মনির ও বিএনপির মনোনীত প্রার্থী দিপু ভুঁইয়া। এ সময় কাজী মনির দিপু ভুঁইয়ার হাত উঁচিয়ে ধরে আনুষ্ঠানিকভাবে তার প্রতি সমর্থন ঘোষণা করলে উপস্থিত নেতাকর্মীরা স্লোগান ও করতালির মাধ্যমে তা স্বাগত জানান।

সভায় বক্তব্য দিতে গিয়ে দিপু ভুঁইয়া বলেন, কাজী মনির তার রাজনৈতিক অভিভাবক। নির্বাচন পরিচালনার অভিজ্ঞতা তার রয়েছে এবং তিনি সেই অভিজ্ঞতার আলোকে এই নির্বাচন এগিয়ে নিতে চান। তিনি আরও বলেন, “এই মনোনয়ন শুধু আমার নয়, এটি রূপগঞ্জবাসীর। আমি একা নই—আমরা সবাই মিলে নির্বাচন করব।”

অন্যদিকে কাজী মনিরুজ্জামান মনির বলেন, অতীতে স্বৈরাচারী শাসনামলে নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছিল। তিনি বলেন, “দেশ আজ এক সংকটময় সময় পার করছে। গণতন্ত্র পুনরুদ্ধারে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।” বক্তব্যের একপর্যায়ে তিনি দিপু ভুঁইয়ার প্রতি তার পূর্ণ সমর্থন পুনর্ব্যক্ত করেন।

দলীয় নেতারা জানান, কর্মিসভা চলাকালীন আকস্মিকভাবে দিপু ভুঁইয়া নেতাকর্মীদের নিয়ে সেখানে উপস্থিত হলে দুই নেতার মধ্যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ সৃষ্টি হয়, যা রূপগঞ্জের বিএনপির রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে।

দীর্ঘদিন ধরেই রূপগঞ্জের রাজনীতিতে সক্রিয় দিপু ভুঁইয়া আওয়ামী লীগ সরকারের সময় থেকেও মাঠের রাজনীতিতে সাহসী অবস্থান নিয়ে আলোচনায় ছিলেন। বড় বড় সভা-সমাবেশ ও শক্তিশালী শোডাউনের মাধ্যমে তিনি স্থানীয় ও কেন্দ্রীয় পর্যায়ে নিজের অবস্থান সুদৃঢ় করেছেন। জনপ্রিয়তা, সাংগঠনিক দক্ষতা এবং ঐক্য গঠনের সক্ষমতা—সব মিলিয়ে বর্তমানে রূপগঞ্জে বিএনপির সবচেয়ে শক্ত অবস্থানে থাকা প্রার্থী হিসেবে বিবেচিত হচ্ছেন তিনি।

সবকিছু মিলিয়ে বলা যায়, ঐক্য ও জনপ্রিয়তার সমন্বয়ে নারায়ণগঞ্জ-১ আসনে দিপু ভুঁইয়া এখন রাজনৈতিকভাবে তুঙ্গে।

Ad Placement 1
Ad Placement 2
Islam's Group