News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫, ১২ পৌষ ১৪৩২

এক টেবিলে তিন সম্ভাব্য এমপি প্রার্থী


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: ডিসেম্বর ২৬, ২০২৫, ০৭:৫০ পিএম এক টেবিলে তিন সম্ভাব্য এমপি প্রার্থী

ফতুল্লা থানা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক সাগর সিদ্দিকীর বিবাহোত্তর অনুষ্ঠানটি অপ্রত্যাশিতভাবে রূপ নেয় রাজনৈতিক আলোচনার কেন্দ্রে। একই টেবিলে বসে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে খাবার গ্রহণ করতে দেখা যায় নারায়ণগঞ্জ-৪ আসনে বিএনপি নেতৃত্বাধীন জোটের মনোনীত প্রার্থী জমিয়তে ইসলামের মহাসচিব মুফতি মনির হোসেন কাশেমী, সাবেক সংসদ সদস্য ও সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী, এবং বিএনপির নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ শাহ আলমকে।

সাগর সিদ্দিকীর এই বিবাহোত্তর অনুষ্ঠানে এই তিন হেভিওয়েট প্রার্থী ছাড়াও উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মাসুকুল ইসলাম রাজিব, ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু, মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক ফতেহ মো. রেজা রিপন, নারায়ণগঞ্জ চেম্বারের পরিচালক রিয়াদ মোহাম্মদ চৌধুরী, ফতুল্লা থানা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমিন শিকদার সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

পর্যবেক্ষকরা বলছেন, নারায়ণগঞ্জের রাজনীতিতে ভোটাররা এখন সংঘাতের রাজনীতির চেয়ে উন্নয়ন ও স্থিতিশীলতার বার্তা প্রত্যাশা করছে। সেই বাস্তবতা অনুধাবন করেই নেতারা সামাজিক মঞ্চে ঐক্য ও সহনশীলতার ছবি তুলে ধরছেন, যা সাধারণ মানুষের কাছে একটি ইতিবাচক প্রভাব ফেলতে পারে।

Ad Placement 1
Ad Placement 2
Islam's Group