নারায়ণগঞ্জ সদর ও বন্দরের উপর নির্মিত শীতলক্ষ্যা ৩য় সেতু উদ্বোধন করা হয়েছিলো ২০২২ সালে। জাতীয় পার্টির প্রয়াত সাবেক এমপি নাসিম ওসমানের নামে নামকরণ করা হয় এই সেতুর। তবে ৫ আগস্টের পর সেতু থেকে নাসিম ওসমানের নাম মুছে ফেলে ছাত্র জনতা। এবার জুলাই অভ্যুত্থানের অন্যতম যোদ্ধা ওসমান বিন হাদির নামে সেতুর নামকরন করেছেন বন্দরের ছাত্র জনতা।
শুক্রবার বিকেলে ওসমান বিন হাদি হত্যার বিচারের দাবীতে বিক্ষোভ মিছিল করে ছাত্র জনতা। মিছিলটি বন্দর রেললাইন ধরে মদনগঞ্জ এসে শেষ হয়। এরপরেই ছাত্র জনতা শীতলক্ষ্যা ৩য় সেতুর টোলপ্লাজায় নামফলকের পাশে শহীদ ওসমান বিন হাদী নামকরন করে দেয়।
নতুন এই নামকরনের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তেই আলোচনার ঝড় উঠে। প্রশংসা করেন ছাত্র জনতার এই উদ্যোগকে। ওসমান হাদিকে স্মরণীয় করে রাখতে এবং তার হত্যার বিচার নিশ্চিত করতেই এই উদ্যোগ নেয়া হয়েছে বলে জানান আয়োজকরা।
আয়োজকদের একজন রেদোয়ান আহমেদ বলেন, আজকে হাদি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল বের করি। এরপরেই আমাদের সিদ্ধান্ত হয় হাদি ভাইয়ের নাম স্মৃতিময় করে রাখতে সেতুর নামকরণ করবো। এর আগে ফ্যাসিবাদ সরকারের সহযোগী নাসিম ওসমানের নাম আমরা মুছে দিয়েছি। এবার সেখানে আমাদের দেশের অন্যতম মহানায়ক হাদি ভাইয়ের নাম স্থাপন করেছি। দ্রুতই সড়ক ও জনপথ বিভাগের সাথে যোগাযোগ করে এই নাম স্থায়ীকরণ করা হবে।


































আপনার মতামত লিখুন :