News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫, ১২ পৌষ ১৪৩২

বন্দরে আলিফা হত্যার বিচার দাবিতে মইনুদ্দিন আহমাদের দোয়া


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: ডিসেম্বর ২৬, ২০২৫, ০৯:২৫ পিএম বন্দরে আলিফা হত্যার বিচার দাবিতে মইনুদ্দিন আহমাদের দোয়া

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার দড়িসোনাকান্দা এলাকায় স্কুলছাত্রী আলিফাকে নির্মমভাবে হত্যার ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে উত্তাল হয়ে উঠেছে এলাকা। ঘাতকদের দ্রুত গ্রেপ্তার ও বিচারিক প্রক্রিয়ায় সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবিতে আয়োজিত এক প্রতিবাদ সভায় বিশেষ দোয়া ও বিশেষ মোনাজাত করেন সদর-বন্দর আসনের জামায়াতে ইসলামী এমপি প্রার্থী মাওলানা মইনুদ্দিন আহমাদ।

শুক্রবার (২৬ ডিসেম্বর) সকালে স্থানীয় এলাকাবাসী, শোকসন্তপ্ত পরিবার এবং আলিফার সহপাঠীরা ব্যানার ও ফেস্টুন হাতে রাস্তায় নেমে আসে।

বক্তারা বলেন, একটি নিষ্পাপ শিশুকে যেভাবে হত্যা করা হয়েছে, তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। বিচারের দীর্ঘসূত্রিতা যেন অপরাধীদের পার পাওয়ার সুযোগ করে না দেয়, সে বিষয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন তারা।

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা মইনুদ্দিন আহমাদ। মোনাজাতে তিনি বলেন: মহান আল্লাহর দরবারে এই নির্মম হত্যাকাণ্ডের সাথে জড়িতদের মুখোশ উন্মোচন এবং দুনিয়া ও আখেরাতে তাদের কঠোর শাস্তির জন্য প্রার্থনা করা হয়। শোকাতুর বাবা-মাকে ধৈর্য ধারণ করার তৌফিক দেওয়ার জন্য আল্লাহর কাছে আরজি জানানো হয়। সমাজ থেকে এ ধরনের পাশবিকতা দূর করতে এবং নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে মহান আল্লাহর সাহায্য কামনা করা। 

এসময় এলাকাবাসী তিনটি প্রধান দাবি তুলে ধরেন কোনো রকম গড়িমসি না করে অবিলম্বে সঠিক তদন্তের মাধ্যমে চার্জশিট জমা দেওয়া। ঘাতকদের সর্বোচ্চ শাস্তি হিসেবে ফাঁসির রায় কার্যকর করা।এলাকায় স্কুলগামী ছাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশি টহল জোরদার করা।

মোনাজাত শেষে উপস্থিত জনতা আল্টিমেটাম দিয়ে জানান, যদি দ্রুত সময়ের মধ্যে খুনিদের বিচারের আওতায় আনা না হয়, তবে তারা আরও কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবেন।

এসয়ম উপস্থিত ছিলেন বন্দর থানা আমীর মাওলানা ফজলুল হাই জাফরী, সেক্রেটারি রিদওয়ানুল কাজী মামুন সহ জামায়াত নেতাকর্মী। 

Ad Placement 1
Ad Placement 2
Islam's Group