ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে একরাতে পৃথক স্থানে তিনটি ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতির শিকার হয়েছেন তারেক রহমানের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেওয়া উদ্দেশ্যে আসা বিএনপি নেতৃবৃন্দ ও কাতার প্রবাসীর একটি গাড়ি। এদিকে ঘটে যাওয়া ঘটনার মধ্যকার একটি সম্পর্কে পুলিশ অবগত বলে জানিয়েছেন।
বুধবার (২৪ ডিসেম্বর) রাতে মহাসড়কের পিরোজপুর ইউনিয়ন পরিষদ সংলগ্ন, নয়াগাঁও এবং আষাঢিয়ারচর এলাকায় দুর্ঘটনার কবলে পড়ে ভুক্তভোগীরা।
ডাকাতির শিকারদের মধ্যকার কাতার প্রবাসী রিফাতুজ্জামান বাদী হয়ে বৃহস্পতিবার দুপুরে সোনারগাঁ থানায় একটি অভিযোগ দায়ের করলেও অন্যরা পুলিশের দারস্থ হননি।
খবর নিয়ে জানা গেছে, রাতে তারেক রহমানের জন্য পূর্বাচলে আয়োজিত সংবর্ধনা যোগ দিতে যাওয়াকালীন সময়ে পিরোজপুর ইউনিয়ন পরিষদ সংলগ্ন এলাকায় ডাকাতদের হামলার শিকার হন কুমিল্লার লালমাই থানার বিএনপির নেতা শহীদ, বাবুল মেম্বার, মনির হোসেনসহ কয়েকজন বিএনপি নেতা। তাদের গাড়ি ভাংচুর করে নগদ টাকা, মোবাইল সেটসহ সর্বস্ব লুট করে নিয়ে যায়। হামলায় আহত হন অন্তত বিএনপির পাঁচ নেতা।
একই রাতে আষাঢিয়ারচর এলাকায় আরেকটি গাড়ি বহরে থাকা বিএনপি নেতাদের উপর হামলা করে তাদের সর্বস্ব লুটপাট করে নিয়ে যাওয়া হয়। এরপর ভোরে নয়াগও এলাকায় সংঘবদ্ধ ডাকাতদের হামলায় আক্রান্ত হন কাতার প্রবাসী রিফাতুজ্জামান।
কাতার প্রবাসী রিফাতুজ্জামান দায়ের করা অভিযোগ তুলে ধরেছেন, তার বাড়ি কুমিল্লার ব্রাহ্মনপাড়া থানায়। তিনি ছুটি শেষে গতকাল রাতে মাইক্রোবাস যোগে (কুমিল্লা-চ-৫১-০০২৬) ঢাকার বিমানবন্দরে রওনা হন। যাত্রাপথে রাত সোয়া তিনটার সময়ে সোনারগাঁ অতিক্রমকালে নয়াগাঁও এলাকায় ট্রাফিক যানজটে আটকা পড়ে তাদের গাড়ি। এসময় ৮/১২ জনের একটি সংঘবদ্ধ ডাকাতদল পিস্তল, রামদা, চাপাতিসহ দেশীয় অস্ত্র সস্ত্রে সজ্জিত হয়ে তাদের গাড়িতে হামলা করে।
এসময় ডাকাতরা গাড়ির সামনের ও সাইটের গ্লাস ভেঙে প্রবাসীসহ তার পরিবারের সাতজনকে এলোপাতাড়িভাবে পিটিয়ে মারাত্বকভাবে জখম করে। ডাকাতদের বাধা দেয়ার চেষ্টা করা হলে ভুক্তভোগী প্রবাসীর সহযোগী মনিরুল ইসলামের হাতে কোপ দেওয়া হয়। একপর্যায়ে ডাকাতরা অস্ত্রের মুখে জিম্মি করে গাড়িতে থাকা মানুষের তিনটি স্মাট ফোন, নগদ ৩০ হাজার ২'শ টাকা, প্রবাসীর পাসপোর্ট, বিমানটিকিটসহ বিভিন্ন মালামাল লুট করে নিয়ে পালিয়ে যায়।
আহত কাতার প্রবাসী রিফাতুজ্জামান জানান, ছুটি শেষে কাতার যাওয়ার উদ্দেশ্যে ঢাকার বিমানবন্দরে যাচ্ছিলাম। পথে সোনারগাঁয়ে ডাকাতদের কবলে পড়লে আমাদেরকে মারধর করে সঙ্গে থাকা পাসপোর্ট, বিমান টিকিটসহ মূল্যবান কাগজপত্র, মোবাইল, টাকা পয়সা লুট নিয়ে যায়। কাগজপত্র ছাড়া এখন কাতার যাওয়া অনিশ্চিত প্রায়।
কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী বলেছেন, তিনটা ডাকাতির ঘটনা সম্পর্কে আমি অবগত নই। তবে একটা সম্পর্কে জানি। ৯৯৯ এ কল পেয়েছিলাম।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিবুল্লাহ জানান, মহাসড়কে প্রবাসীর গাড়িতে ডাকাতির ঘটনায় থানায় একটি অভিযোগ পেয়েছি। অন্য কোথায় ডাকাতির ঘটনা শুনেনি। কেউ কোন অভিযোগ নিয়ে আমাদের থানায় আসেনি।







































আপনার মতামত লিখুন :