নারায়ণগঞ্জের ফতুল্লায় বুড়িগঙ্গা নদীতে আবারো যাত্রীবাহি লঞ্চের ধাক্কায় একটি বালুবাহী বাল্কহেড ডুবে গিয়ে নিখোঁজ দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তারা হলেন বাল্কহেডের দুই লস্কর মো. জহুরুল ইসলাম শাকিল (২৫) ও মো. হাসান (২০)।
শুক্রবার ২৬ ডিসেম্বর সকাল সোয়া ছয়টায় ফতুল্লার ধর্মগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন পাগলা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ আকিবুল ইসলাম।
পুলিশ পরিদর্শক আকিবুল বলেন, এমভি কাশফা স্নেহা নামে বাল্কহেডটি নদীতে থামানো অবস্থায় ছিল। এ সময় ঢাকামুখী সুন্দরবন-১৬ নামে একটি লঞ্চ বাল্কহেডটিকে ধাক্কা দিয়ে ডুবিয়ে দেয়। বাল্কহেডের তিনজন শ্রমিক-কর্মচারী সাঁতরে তীরে উঠতে পারলেও আরও দুʼজন নিখোঁজ হন।
সন্ধ্যা পৌনে পাঁচটার দিকে ইঞ্জিন রুম থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।




































আপনার মতামত লিখুন :