News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫, ১২ পৌষ ১৪৩২

নিরীহ মেয়েকে হত্যা করা হলো প্রশাসনের কাছে জানতে চাই : মামুন


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: ডিসেম্বর ২৬, ২০২৫, ০৮:৩৮ পিএম নিরীহ মেয়েকে  হত্যা করা হলো প্রশাসনের কাছে জানতে চাই : মামুন

নারায়ণগঞ্জ-৫ আসনে খেলাফত মজলিস মনোনীত এমপি প্রার্থী এবিএম সিরাজুল মামুন বলেন, বন্দরের দড়ি সোনাকান্দায় স্কুলের পঞ্চম শ্রেণীর ছাত্রী আলিফাকে ধর্ষণচেষ্টা করতে গিয়ে নির্মমভাবে নির্যাতন করে হত্যা করা হয়েছে। বন্দর থানা এখান থেকে ৫ থেকে ৭ মিনিটের রাস্তা। একজন নিস্পাপ, নিরীহ মেয়েকে কিভাবে এখানে হত্যা করা হলো আমি প্রশাসনের কাছে জানতে চাই।

বন্দরের দড়ি সোনাকান্দা এলাকায় স্কুলছাত্রী আলিফার হত্যাকারীদের দ্রুত আইনে বিচারের দাবিতে দড়ি সোনাকান্দা এলাকার সর্বস্তরের জনগণের ব্যানারে অনুষ্ঠিত এক বিক্ষোভ মিছিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শুক্রবার (২৬ ডিসেম্বর) বাদ জুমা দড়ি সোনাকান্দা বায়তুস সালাত জামে মসজিদের সামনে বিক্ষোভটি অনুষ্ঠিত হয়। পরে মিছিল সহ থানায় গিয়ে বিক্ষোভ শেষ হয়।

এবিএম সিরাজুল মামুন বলেন, আমি বন্দরের সুশীল সমাজ, আলেম-উলামা, সমস্ত রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সকল মানুষকে আহবান জানাচ্ছি, এই নিষ্পাপ ও নিপিড়ীত মেয়েটির পক্ষে আপনারা দাঁড়ান। আমরা বন্দর থানার ওসির সাথে কথা বলেছি। তারা আসামীদেরকে দ্রুত গ্রেফতার করেছেন তাই প্রশাসনকে ধন্যবাদ জানাই। আমরা রবিবার খুনীদের দ্রুত আইনে বিচারের দাবিতে খেলাফত মজলিসের মহানগর সভাপতি হাফেজ কবির ভাইয়ের নেতৃত্বে জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপারের কাছে স্মারকলিপি দিব এবং আইনী সকল সহযোগিতার ব্যবস্থা করবো। খুনীদের যাতে কোনোভাবেই ছাড় দেওয়া না হয়।

তিনি আরো বলেন, কয়েকদিন আগে ঢাকায় বাংলাদেশের স্বাধীনতার এক প্রতিভা। শরীফ উসমান হাদীকে দিনে দুপুরে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়েছে। কিন্তু বাংলাদেশে খুনীরা এতো শক্তিশালী যে আজ পর্যন্ত একটা খুনীকে ধরা গেলো না। এই সমস্ত খুনী এবং ধর্ষকদের বিরুদ্ধে তীব্র নিন্দা ও ঘৃণা প্রকাশ করছি। হাদীকে যে খুন করেছে সে জেলে আটক ছিলো, ননভেইনেবল মামলা ছিলো, কিন্তু বাংলাদেশের অসৎ বিচারকরা খুনীদের জামিন দেয়। এই কারণে তারা বের হয়ে বেপরোয়াভাবে আরো খুন করতে সক্ষম হয়। ৫ আগস্টের বিপ্লবের পরে এই খুনীদেরকে নিরাপদে দেশ থেকে বের করে দেওয়া হয়েছিল। এদেশের বিচারব্যবস্থার প্রতি জাতি আজ হতাশ। এদেশের জনগণ আগামী জাতীয় নির্বাচনে খুনী এবং ধর্ষকদের বিরুদ্ধে রায় দিয়ে এর জবাব দিবে ইনশাআল্লাহ।

খেলাফত মজলিসের ২০ নং ওয়ার্ড সভাপতি মুহাম্মদ ছানাউল্লাহর সভাপতিত্বে উক্ত বিক্ষোভে উপস্থিত ছিলেন বন্দর উন্নয়ন ফোরামের সভাপতি ও খেলাফত মজলিসের মহানগর সভাপতি হাফেজ কবির হোসেন, জেলা সাধারণ সম্পাদক মুহাম্মদ মিজানুর রহমান, মহানগর সহ-সভাপতি অধ্যাপক শাহআলম, সহ-সাধারণ সম্পাদক মুফতী শেখ শাব্বীর আহমাদ, খন্দকার হাফেজ আওলাদ, মুফতি আব্দুল গনী, বন্দর থানা সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল্লাহ, সহ-সভাপতি মুফতী আবু হানিফ, ২০ নং ওয়ার্ড সাধারণ সম্পাদক মুহাম্মদ মুছা, ইসলামী যুব মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক প্রভাষক মাইদুল ইসলাম, বৈষম্যবিরোধী আন্দোলন বন্দরের সাবেক মুখপাত্র আবির চৌধুরী ও দড়ি সোনাকান্দা সমাজের বিভিন্ন নেতৃবৃন্দ।

Ad Placement 1
Ad Placement 2
Islam's Group