News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬, ৫ মাঘ ১৪৩২

তারেক রহমান দাঁড়িওয়ালা আলেমের চাইতে কম নন : কাসেমী


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: জানুয়ারি ১৮, ২০২৬, ১০:১৯ পিএম তারেক রহমান দাঁড়িওয়ালা আলেমের চাইতে কম নন : কাসেমী

নারায়ণগঞ্জ- ৪ (ফতুল্লা) আসনে বিএনপি জোটের মনোনীত প্রার্থী মুফতি মনির হোসাইন কাসেমী বলেছেন, বিএনপি চেয়ারপার্সন তারেক রহমান যেকোনো দাঁড়িওয়ালা-জুব্বাওয়ালা আলেমের চাইতে কোন দিক থেকে কম নয়।

রোববার (১৮ জানুয়ারি) দুপুরে ফতুল্লার বিলাস নগর এলাকার দারুসসুন্নাত ছালেহিয়া মোহেব্বীয়া  দীনিয়া মাদরাসায় মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

অনুষ্ঠানে তিনি বলেন, আমি আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ তায়ালা শুধু এক মনিরকে নয়, নারায়ণগঞ্জের পাঁচটি সংসদীয় আসনসহ দেশের অন্তত পক্ষে অর্ধেকের বেশি সিটে যেন সকলে মিলে আলেম-ওলামা ও ভালো মানুষকে বসাতে পারি। এই দেশ যেন পরিচালিত হয় কোরআন পড়ুয়া, দ্বীনদারের মাধ্যমে।

তারেক রহমানের প্রসঙ্গে কাসেমী বলেন, ভবিষ্যতে যিনি দেশের দায়িত্ব নিতে যাচ্ছেন তারেক রহমান সাহেব। সে ইংল্যান্ডে শুধু নির্বাসনে সময় কাটায়নি। বরং নির্বাসিত জীবন যাপনের সাথে সাথে তার আমল পরিবর্তন হয়েছে। তিনি যেকোনো দাড়িওয়ালা জুব্বাওয়ালা আলেমের চাইতে কোন দিক থেকে কম নয়। 

খুবই বেশি আমলদার মানুষ, তার চেহারার দিকে তাকালেই বুঝা যায় বলেও মন্তব্য করেন কাসেমী।