News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬, ৫ মাঘ ১৪৩২

গিয়াসের স্বাক্ষর জাল করে মনোনয়নপত্র প্রত্যাহার করার চেষ্টা


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | নারায়ণগঞ্জ প্রতিনিধি প্রকাশিত: জানুয়ারি ১৮, ২০২৬, ০৮:৪৫ পিএম গিয়াসের স্বাক্ষর জাল করে মনোনয়নপত্র প্রত্যাহার করার চেষ্টা

আসন্ন ত্রয়োদশ জাতায় সংসদ নিবাচনে নারায়ণগঞ্জ-৩ ও নারায়ণগঞ্জ-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ গিয়াস উদ্দিনের স্বাক্ষর জাল করে মনোনয়নপত্র প্রত্যাহার চেষ্টার অভিযোগ উঠেছে। রোববার (১৮ জানুয়ারি) এ বিষয়ে জেলা প্রশাসক ও রিটানিং কর্মকর্তা রায়হান কবির বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেন গিয়াসউদ্দিন।

অভিযোগপত্র সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ-৩ এবং নারায়ণগঞ্জ-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন কমিশন কর্তৃক তার মনোনয়ন বৈধ ঘোষনা করা হয়। তিনি অভিযোগ করেন, একটি স্বার্থান্বেষী ও অসাধু পক্ষ স্বাক্ষর জাল করে তার মনোনয়নপত্র প্রত্যাহারের জন্য নির্বাচন কমিশন বরাবর আবেদন দাখিল করার অপচেষ্টা চালাচ্ছে।

গিয়াসউদ্দিন বলেন, এই ধরনের জালিয়াতি ও প্রতারণামূলক কর্মকাণ্ড শুধু আমার সংবিধানিক ও আইনগত অধিকার লঙ্ঘনই নয়, বরং একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনী পরিবেশকে মারাত্মকভাবে ব্যাহত করতে পারে। আমি কোনো অবস্থাতেই আমার মনোনয়নপত্র প্রত্যাহার করছিনা এবং ভবিষ্যতেও প্রত্যাহার করবো না।

নির্বাচন কমিশনকে অনুরোধ জানিয়ে তিনি বলেন, আমার নাম ও স্বাক্ষর ব্যবহার করে দাখিলকৃত যে কোন মনোনয়ন প্রত্যাশা সংক্রান্ত আবেদন যেন গ্রহণ না করা হয় এবং একটি সুষ্ঠু অবাধ ও নিরপেক্ষ নির্বাচন পরিবেশ নিশ্চিত করতে অনুরোধ জানান তিনি।