নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গোদনাইল নয়াপাড়া এলাকার ক্যানেল থেকে ড্রামের ভেতরে মোহাম্মদ (৩২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত যুবক ভোলা জেলার চরফ্যাশন থানার সাহাবুদ্দিনের ছেলে।
রোববার (১৮ জানুয়ারি) সকালে হৃদয়মনি স্কুল-সংলগ্ন জালকুড়ি সড়কের পাশের ক্যানেল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকালে স্থানীয় বাসিন্দারা ক্যানেলের পানিতে একটি ড্রাম ভাসতে দেখে সন্দেহ করেন। পরে তারা বিষয়টি সিদ্ধিরগঞ্জ থানায় জানালে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ড্রামটি উদ্ধার করে। ড্রামটি খুলে ভেতরে ওই যুবকের মরদেহ পায়।
প্রাথমিকভাবে পুলিশের ধারণা, নিহত যুবককে হত্যার পর তার লাশ গোপন করার উদ্দেশ্যে ড্রামের ভেতরে ভরে ক্যানেলে ফেলে দেওয়া হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে মৃত্যুর সুনির্দিষ্ট কারণ জানা যায়নি।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং ঘটনার রহস্য উদঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে।







































আপনার মতামত লিখুন :