নারায়ণগঞ্জ বন্দর উপজেলা এলাকা থেকে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
রোববার ভোরে উপজেলার নবীগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তার হেফাজত থেকে ৫ হাজার ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃত মনির হোসেন বন্দর থানাধীন নবীগঞ্জ মোড়ের পূর্ব পাশ এলাকার আ. মালেকের ছেলে।
ডিবির উপ-পরির্দশক (এস আই) শরিফুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার গভীর রাতে বন্দর থানাধীন নবীগঞ্জ হাজী মোসলেহ উদ্দিন মার্কেটের সামনে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মনির হোসেন নামে এক ব্যাক্তিকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ৫ হাজার ২‘শ পিস ইয়াবা উদ্ধার করা।







































আপনার মতামত লিখুন :