পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ জেলার ৭৯৭ টি ভোটকেন্দ্রের মধ্যে ৪৫১ কেন্দ্রে দায়িত্বরত পুলিশ সদস্যদের বডি অন ক্যামেরা দেওয়া হবে। ইতোমধ্যে বডি অন ক্যামেরার ব্যবহার বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। নির্বাচনে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করলে বডি অন ক্যামেরার মাধ্যমে ধারণকৃত ভিডিও পর্যবেক্ষণ করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়া নির্বাচনে কোন প্রার্থী নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করলে তাৎক্ষণিক নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এর সহায়তায় আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে।
১৮ জানুয়ারি রবিবার দুপুরে বিভিন্ন মামলার অগ্রগতি বিষয়ে অপরাধ পর্যালোচনা সভায় তিনি এসব কথা বলেন।
অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) তারেক আল মেহেদী মহোদয় পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে ডিসেম্বর/২৫ মাসের বিভিন্ন মামলার অগ্রগতি প্রতিবেদন উপস্থাপন করেন।







































আপনার মতামত লিখুন :